গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ফাহিমা বেগমের জোড়া লাগানো হাতে রক্ত সঞ্চালন শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ওই শিক্ষিকার অবস্থা পরিদর্শনের পর তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ওই শিক্ষিকার শারীরিক অবস্থা এখন অনেক ভালো। আগামী তিন চার দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।
চিকিৎসার প্রশংসা করে জাহিদ মালেক আরও বলেন, এখন বিচ্ছিন্ন হাত-পা জোড়া লাগানোর মতো কাজ দেশেই করা যাচ্ছে। এতে আমরা গর্বিত। এখানে প্রশিক্ষণের সুবিধা নিশ্চিত করা যাচ্ছে।
এরপর বিকলে সাড়ে ৫টার দিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ফাহিমা বেগমকে দেখতে আসেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. জাভেদ পাটোয়ারী।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply