এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৬ নং দিঘলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণ দাবী করেছেন পরিষদের ৯ জন ইউপি সদস্য। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য (পদত্যাগ, অপসারণ ও পদশূন্য) বিধিমালা ১৯৮৪ এর ১২ (২) ধারা মতে জেলা প্রশাসক এর কাছে লিখিতভাবে তারা এ অপসারণ দাবী করেন।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান নজরুল ইসলাম নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের কাজে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছেন।
২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থ বছরের এলজিএসপি প্রকল্পের কাজ চেয়ারম্যান ৪০ দিনের শ্রমিক দিয়ে করান এবং সমুদয় অর্থ আত্মসাৎ করেন। সরকারি বিজিএফ এবং বন্যাদূর্গতের জন্য আসা চাউল কোনো সদস্যদের সাথে পরামর্শ ও সমন্বয় না করে চেয়ারম্যান আত্মসাৎ করেন। সরকারি সকল উন্নয়ন প্রকল্পে অগ্রিম শতকরা ৩০ টাকা না দিলে তিনি কাজের অনুমোদন দেননা।
পরিষদে উন্নয়নমূলক সভায় সদস্যদের হাজিরা সাক্ষরের প্রেক্ষিতে নিজের ইচ্ছামতো রেজুলেশন করেন। তার এ ধরনের কাজের প্রতিবাদ করলে শারীরিকভাবে লাঞ্চিত’সহ পুলিশী নির্যাতনের ভয় দেখান।
বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা’সহ যেকোনো ধরণের ভাতা প্রদানে পরিষদের সদস্যদের কোনো মতামত বা সুপারিশ না নিয়ে তার ইচ্ছামত নিজস্ব লোকদের প্রদান করেন।
আরও উল্লেখ করা হয়েছে এর আগেও চেয়ারম্যানের অনৈতিক কাজের বিষয়ে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মৌখিকভাবে জানালেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। এমতাবস্থায় চেয়ারম্যানের অপসারণ দাবী করেছেন ইউপি সদস্যরা।
অনাস্থা প্রদানের বিষয়ে ঘাটাইল উপজেলার ৬ নং দিঘলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের কাছে সদস্যরা লিখিত দিয়েছে আমি তা শুনেছি, কিন্তু সরকারিভাবে কোনো নোটিশ এখনো পাইনি।
ঘাটাইলের ইউএনও অঞ্জন কুমার সরকার বলেন, এ বিষয়ে আমি অবগত। জেলা প্রশাসক মহোদয় যা নির্দেশনা দিবেন সে মোতাবেক কাজ করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply