এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, যারা ত্রানের চাল চুরির সঙ্গে জড়িত তাদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না। সে যদি দলের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীও হয় তবু তাদের পার পাওয়ার কোন সুযোগ নেই।
নদী ভাঙ্গনসহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যারা ঘরবাড়ি হারিয়ে অসহায় মানবেতর ভাবে জীবন যাপন করছে তাদের স্থায়ী ভাবে পাকা ঘরবাড়ি নির্মান করে দেওয়া হবে এবং অনেকে পরিবারকে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সহায়াত দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন মহামারী করোনা এবং দীর্ঘস্থায়ী বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনায় দেশের কোন মানুষ অনাহারে নেই। বর্তমান সরকার এবং মন্ত্রী পরিষদের সকল সদস্য এবং আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রতিটি এলাকায় সুষম উন্নয়নসহ কোরআন শিক্ষা ও সামাজিক উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছেন।
তিনি শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে ভাতগ্রাম ইউনিয়নের ঘুগী গ্রামে বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউট নব নির্মিত ভবনের উদ্ধোধন এবং প্রতি মন্ত্রীর মাতা মরহুম মোসাম্মত শিরিয়া বেগমের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা পীরজাদা মাওলানা মুহাম্মদ ফারুক আল নোমানীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. আব্দুল কাদির।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাজাহারুল ইসলাম শিপলুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, মির্জাপুর উপজো ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মীর্জা মো. জুবায়ের হোসেন, অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মো. আবদুল মোমেন, বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, ফরসুনস ইন্টারন্যাশনাল এর সিইও মো. আরিফুর রহমান, জে আর কনস্ট্রাকশন এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. জুয়েল ইসলাম, সমাজ সেবক মো. আকরাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম আজাহার এবং শিক্ষক নেতা মো. সেলিম আল মামুন প্রমুখ।
তিনি ঘুগী গ্রামে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউট এর ভিত্তির প্রস্তর করে বক্তব্য প্রদান করেন। পরে তার মাতা মরহুম মিসেস শিরিয়া বেগমের স্মরনে বিশেষ দোয়া করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply