টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভাতকুড়া-বাসাইল সড়কের লাঙ্গুলিয়া নদীর উপর অস্থায়ি নির্মিত বেইলী ব্রীজটি ভেঙ্গে বালুভর্তি একটি ড্রামট্রাকসহ নদীতে পড়ে গেছে। এই ঘটনায় চালক বের হতে পারলেও হেলপার ট্রাকটির ভেতরে আটকে যায়।
রবিবার (১১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে বাসাইল উপজেলার লাঙ্গুলিয়া নদীর নাকাছিম এলাকায় এই ঘটনা ঘটে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি হারুনুর রশিদ বলেন, ‘বালুভর্তি একটি ড্রাম ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিকে যাচ্ছিলো। এসময় লাঙ্গুলিয়া নদীর নাকাছিমে বেইলি ব্রিজের উপর দিয়ে ট্রাকটি ব্রিজ পার হওয়ার সময় ব্রীজের একাংশ দেবে যায়। এই ঘটনায় ট্রাকটি ব্রিজে আটকে গিয়ে একাংশ নদীতে পড়ে গেছে। এ সময় ট্রাকের চালক নামতে পারলেও হেলপার ট্রাকের ভেতরে আটকা পড়ে যায়। তাকে এবং ট্রাকটি উদ্ধারে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। এই ঘটনায় টাঙ্গাইল, বাসাইল ও সখিপুরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।’
স্থানীয়রা জানান, জন গুরুত্বপূর্ণ সড়কের বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় বাসাইল ও সখীপুর উপজেলার অসংখ্য মানুষের টাঙ্গাইল সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরী অবস্থায় বাসাইল সখিপুর থেকে টাঙ্গাইল যাওয়ার একটি বিকল্প সড়ক থাকলেও গত ১ অক্টোবর সড়কটিরও একটি ব্রিজ ভেঙে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ।
উল্লেখ্য এই একই ব্রীজে এ বর্ষায় তিন দফায় যান চলাচল বন্ধ হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply