রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় গতকাল (১২ অক্টোবর) রোজ সোমবার (কেউটে কোবরা) নামক সাপে দংশণ করে এক যুবক কে। স্থানীয়রা জানান আমরা প্রথমে সাপে কাঁটা রোগিকে চিকিৎসার জন্যে প্রথমে ওঝার কাছে নিয়ে যাই। কিন্তু সেখানে কোন ফলাফল না পাওয়ায় পরে দ্রুত রোগিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি।
নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডাক্তার, নার্স ও স্টাফদের ৫ ঘন্টা ব্যাপী দক্ষ চিকিৎসার পর সাপে কাঁটা ওই রোগিকে বিপদমুক্ত করা হয়। বর্তমানে রোগি সুস্থ আছে এমন তথ্য জানান স্বজনরা।
নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব আহমেদ দুসস কে জানান, আজ দুপুরে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স-এ সাপে কাটা একজন রোগি আসে। রোগিকে সকাল ১০ টার দিকে (কেউটে কোবরা) নামের সাপে কামড় দেয়। রোগিকে প্রথমে ওঝার কাছে নেয়া হয়। সেখানে কোন রেজাল্ট না পাওয়ায় রোগীকে হাসপাতালে আনা হয়। এরপর ৫ ঘন্টা ব্যাপী চিকিৎসার পর অবশেষে আল্লাহর রহমতে সাপে কাঁটা ওই রোগিকে বিপদমুক্ত করতে সক্ষম হই। সবার নিকট তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাইছি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply