অনুমোদন না থাকায় অবৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ রুটে’র উৎসব পরিবহন। হাইকোর্টের দেওয়া আদেশের প্রেক্ষিতে উৎসব পরিবহনের সকল বাস বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন আরটিসি’র উপপরিচালক ও সদস্য সচিব শফিকুজ্জামান ভূঞা।
গত ২৫ অক্টোবর রোববারে প্রেরিত শফিকুজ্জামান ভূঞা’র স্বাক্ষরিত চিঠি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এবং বিআরটিএসহ ৬ দপ্তরে প্রেরণ করা হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে উৎসব পরিবহন চালু করেন কামাল উদ্দিন মৃধা। কিন্তু বর্তমানে এর চেয়ারম্যান শহীদুল্লাহ।
আরটিসি’র চিঠিতে উল্লেখ করা হয়, উৎসব পরিবহনের মালিক কামাল উদ্দিন মৃধা ‘উৎসব পরিবহন লিমিটেড’ (রেজি: নং-সি -১৫৬৬২৪) এর নামে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসসমূহ বন্ধ সংক্রান্ত বিষয়ে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং-৪২৪০/২০২০ দায়ের করেন। ওই রীট পিটিশনের শুনানী শেষে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ চলতি বছরের ২০ আগস্ট আদেশ প্রদান করেন।
আদেশে দেখা যায়, উৎসব পরিবহন কর্তৃক চেয়ারম্যান কামাল উদ্দিন মৃধা বিআরটিএ বরাবর গত ৭ জানুয়ারী ‘উৎসব পরিবহন লিমিটেড’ (রেজি: নং-সি-১৫৬৬২৪) এর নামে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসসমূহ বন্ধ সংক্রান্ত একটি আবেদন দাখিল করেন। পরবর্তীতে উক্ত আবেদনের বিষয়ে আবেদনকারী কর্তৃক হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং-৫০৫/২০২০ দায়ের করা হয়।
দায়েরকৃত রীট পিটিশনে হাইকোর্ট বিভাগ ৬০দিনের মধ্যে কামালউদ্দিন মৃধা’র আবেদনটি নিষ্পত্তির আদেশ প্রদান করেন যা পরবর্তীতে ২নং প্রত্রের মাধ্যমে নিস্পত্তিপূর্বক আবেদনকারীকে অবহিত করা হয়।
পরবর্তীতে কামাল উদ্দিন মৃধা পুণরায় হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং-৪২৪০/২০২০ দায়ের করলে হাইকোর্ট বিভাগ কর্তৃক উক্ত আদেশ প্রদান করা হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা মোট্রো আরটিসি কর্তৃক এ-২৩৬ নং রুটে (সায়েদাবাদ হতে নারায়ণগঞ্জ স্টপেজ: সায়েদাবাদ যাত্রাবাড়ি, শনির আখড়া, রায়েরবাগ, লিংকরোড হয়ে নারায়ণগঞ্জ) উৎসব পরিবহন লিঃ (রেজি: নং-সি-১৫৬৬২৪) নামে কোন পরিবহন কোম্পানীর অনুমোদন দেয়া হয়নি।
কিন্তু কামাল উদ্দিন মৃধা কর্তৃক ৭ জানুয়ারীর আবেদন অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জ রুটে উৎসব পরিবহন লিঃ (রেজি: নং-সি-১৫৬৬২৪) নামে পরিবহন পরিচালিত হলে তা অবৈধভাবে চলাচল করছে। যা ঢাকা মেট্রোপলিটন আরটিসি কর্তৃক অনুমোদিত নয়।
এমতাবস্থায় হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-৪২৪০/২০২০ মামলার আদেশ বাস্তবায়নের নিমিত্তে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে উৎসব পরিবহন লিঃ (রেজি: নং-সি-১৫৬৬২৪) নামে অবৈধভাবে চলাচলকারী বাসসমুহের চলাচল বন্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ করা হয়। এর আগে ২৩ সেপ্টেম্বর পুলিশ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলরত উৎসব বাস বন্ধ করে দেয়।
পরে উৎসব পরিবহনের সকল বাস উৎসব ট্রান্সপোর্টের নামে চলাচল শুরু করে। কামাল উদ্দিন মৃধার অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ অক্টোবর আবারো এই সার্ভিসটি বন্ধ করে দেয়া হয়।
জানা গেছে বিভিন্ন সময়ে কামাল উদ্দিন মৃধার সাথে তার ভাগিনা কাজল ও বর্তমান চেয়ারম্যান শহীদুল্লাহ’র উৎসব পরিবহনের মালিকানাসহ টাকা পয়সা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিল।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply