শরীয়তপুর জেলা প্রতিনিধি:- রাকিব হোসেন
শীত আসার আগেই হঠাৎ চড়া সবজির দাম। ব্যবসায়ীরা বন্যার ও করোনার অজুহাতে সবজির দাম বাড়িয়ে দিচ্ছে ১সপ্তাহের ব্যবধানে এখনও চড়াই রয়েছে সবজির বাজার। সবজি বেড়ে কেজিতে পনের থেকে ২০ টাকা বেড়েছে।
তবে এর সাথে বৃদ্ধি পাচ্ছে মসলা জাতীয় পণ্য আদা, পেঁয়াজ, চাল, ডাল ও ভোজ্য তৈলের দাম। এবং এদিকে গত কয়েক দিন ধরে ওঠা-নামা করছে কাঁচা মরিচের দাম। অন্যদিকে সবজির বাড়তি দাম নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে ক্রেতা-বিক্রেতার মধ্যে। বিক্রেতারা বলছেন, বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় পাইকার বাজারে মালের সংকট রয়েছে, এ কারণে দাম বাড়তি। আর ক্রেতারা বলছেন, বন্যা কোনো ইস্যু না, প্রতি মাসে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দেন।
আজ (২৯/১০/২০২০ রোজ বৃহস্পতিবার) ডামুড্যার বিভিন্ন বাজারে প্রতি কেজি ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকায়, টমেটো বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, কাকরোল আকার বেড়ে ৭০ থেকে ৮০ টাকায়, বরবটি ১০০ টাকায়, কচুর ছড়া ৬০ থেকে ৭০ টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, পটল ৬০ থেকে ৭০ টাকায়, পেঁপে ৪০ থেকে ৫০ টাকায়, দেশি শসা ৬০ থেকে ৮০ টাকায়, হাইব্রিড শসা ৫০ থেকে ৬০ টাকায়, আলু ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সর্বসাধারণ ক্রেতাদের দাবি সরকার ও স্থানীয় প্রশাসন যেন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply