টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে গ্রাম্য সালিশে আব্দুল লতিফ খান (৭১) নামের এক মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ১১জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে উজ্জল (৩৮) ও লিটন (৪০) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে নিহত আব্দুল লতিফ খানের ছেলে হাবিব খান বাদি হয়ে বাসাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ১১জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হাবলা ইউনিয়নের মটরা গ্রামে কয়েকদিন ধরে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের সঙ্গে প্রতিবেশি আবু খানের দুইটি পুকুরের মাছ নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি মুক্তিযোদ্ধা লতিফ খান ও আবু খানের পরিবারের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বিষয়টি মীমাংশার জন্য স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এক গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশের এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে আবু খান ও তার ছেলে পাভেল এবং পারভেজসহ কয়েকজনে মিলে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানকে কিলঘুষি ও লাথি মেরে আহত করে। এ সময় তার পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply