টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে স্ত্রী রোজিনা আক্তার (২১) কে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার মিরকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোজিনা আক্তার নাগরপুর উপজেলার কোকাদাইর গ্রামের মৃত মজের আলীর কন্যা।
হত্যার অভিযোগে স্বামী মো.জয়নাল আবেদিন ওরফে বাবু (৩০)কে আটক করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, ৩০ আক্টেবর শুক্রবার রাত আনুমানিক ১০টায় স্বামীর বাড়িতে আগুনে দগ্ধ হয় রোজিনা আক্তার (২১)। পরে তাকে চিকিৎসা দেওয়ার জন্য নেয়া হয় টাঙ্গাইল সদর হাসপাতালে।সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শনিবার সকালে উন্নত চিকিৎসা জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যেই মারা যায় ওই গৃহবধূ।
রোজিনা আক্তারকে নিয়ে আসা হয় তার বাবার বাড়িতে। দুই বছরের কন্যা সন্তানের জননী রোজিনা আক্তার। এমতাবস্থায় রোজিনা আক্তার গ্রামের বাড়িতে খবর আসে মারা যাওয়ার। পরে তারা নাগরপুর থানা পুলিশকে খবর দিলে বেলা ১টায় নিহতর বাবার বাড়ি থেকে স্বামী মো. জয়নাল আবেদিন ওরফে বাবুকে আটক করে।
নিহত রোজিনা আক্তারের বড় বোন হুনুফা আক্তার বলেন, প্রায় চার আগের উপজেলার মিরকুটিয়া গ্রামের নশের আলীর ছেলে সাথে বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে বার বার যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতে থাকে।
শুক্রবার রাতে পরিকল্পত ভাবে আমার বোনকে আগুনে পুড়িয়ে মারে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাদঁ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।
ময়না তদন্ত জন্য টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে নিহত রোজিনা আক্তারের লাশ প্রেরন করা হয়েছে।
অভিযোগ পেলে আইনুগত ব্যবস্থা গ্রহন করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply