নিজস্ব প্রতিবেদকঃ সুপরিকল্পিত জেলা গড়তে সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম।
৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জ জেলার উর্ধতন দুই কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাত ও কুশল বিনিময় করেছেন। এছাড়াও সাংবাদিকদের প্রাণের সংগঠণ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের প্রতিটি সদস্যকে পজেটিভ নারায়ণগঞ্জ গড়ার লক্ষে আন্তরিক হয়ে পেশাগত দায়িত্ব পালন করার পরামর্শ দেন তাঁরা।
কুশল বিনিময়কালে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেন, এই নারায়ণগঞ্জে অনেক আনুষ্ঠানিকতা রয়েছে। যা অন্যান্য জেলায় হয় না, বিশেষ করে আমাদের বরিশালে অনেক কিছুই হয় না। আপনারা সকলেই সম্মানিত পেশার সাথে জড়িত আছেন, এ পেশার মান রক্ষা করতে হবে। এই জেলাকে সুন্দর জেলা গড়তে সাংবাদিকদের বিকল্প নেই। আপনারা চাইলেই এই জেলাকে আরো ভালো জেলা করতে পারেন। এ লক্ষে পরিকল্পিতভাবে কাজ করার জন্য আমি সাংবাদিকদের পাশে থাকবো। আমি আপনাদের খবর রেখেছি, খুব সুন্দর একটি নির্বাচন করেছেন। পুরো কমিটিকে আমার অভিনন্দন রইলো।
নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর নেতৃবৃন্দকে শুভ কামনা জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেন, নারায়ণঞ্জ একটি ভালো জেলা। এই জেলায় অনেক প্রতিযোগীতা রয়েছে। আর সেই প্রতিযোগীতার মধ্য দিয়েই আপনাদের আগাতে হবে। আমরা বাংলাদেশ পুলিশ আপনাদের সহযোগীতা নিয়েই নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করে যাচ্ছি। যেকোন অন্যায় ও অপরাধমূলক কর্মকান্ডের তথ্য কিংবা বড় অভিযোগ থাকলে আপনারা আমাদের জানাবেন। র্বতমানে প্রতিটি পুলিশ সদস্য জবাবদিহিতায় কাজ করছে। আমরা জণসাধারণের সেবা নিশ্চিত করতে এবং পজেটিভ নারায়ণগঞ্জ গড়তে আপনাদের পাশে থাকবো। তাছাড়া আপনাদের সহযোগীতাও চাচ্ছি। সাংবাদিকদের লেখনির মাধ্যমেই নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত জেলা গড়া সম্ভব। আপনারা আন্তরিক হয়ে পেশাগত দায়িত্ব পালন করলে এই নারায়ণগঞ্জ পরিবর্তন করা সম্ভব।
কুশল বিনিময়ের একর্পযায়ে নারায়ণগঞ্জের যানজট প্রসঙ্গে তিনি বলেন, শহরের সড়কের পাশে অনেকেই বানিজ্যিকভাবে ভবন গড়ে টাকা উপার্জণ করছে কিন্তু সড়কে গাড়ি পার্কিং করে রেখেছে এতে উদাসিন কর্তপক্ষ। প্রতিটা ভবনের নিচে পার্কিংয়ের ব্যবস্থা থাকার কথা থাকলেও তা নেই। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কাজ করে, তারপরেও জনগনের সেবায় আমাদের ট্রাফিক পুলিশের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছে। এছাড়াও ফিটনেস বিহিন গাড়ি, অবৈধ গাড়ির বিরুদ্ধে প্রতিনিয়তই মামলা হচ্ছে, রেকার বিল করে জরিমানা হচ্ছে। তবে মানুষ সচেতন না হলে আমরা সবকিছুর সমাধান করতে পারবোনা। এজন্য সচেতনা বাড়াতে হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply