টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছে পৌরবাসী। সর্বত্র যেন কুকুরেরই আধিপত্য চলছে। ২০ থেকে ২৫টি করে বেওয়ারিশ কুকুর দল পৌর শহরের প্রধান প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে। শিশু, বৃদ্ধ, পথচারীসহ সাধারণ মানুষকে তাড়িয়ে কামড়ানোর চেষ্টা করছে এসব সংঘবদ্ধ কুকুর দল।
এ সময় কেউ কেউ কুকুর দলের সামনে চলন্ত যানবাহন নিয়ে নানা জটিলতায় পড়ছে। কেউবা পড়ছে দুর্ঘটনার কবলে।
পৌর শহরের বাসিন্দারা জানান, কুকুরের প্রজনন মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পৌর শহরসহ উপজেলাব্যাপী কুকুরের আনাগোনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তবে উচ্চ আদালতের নির্দেশে ২০১২ সাল থেকে সারাদেশে কুকুর নিধন বন্ধ থাকায় পৌর কর্তৃপক্ষ কুকুর নিধন করতে পারছে না।
সরেজমিনে, সংঘবদ্ধ কুকুর দল শহরের জেলাখানা মোড়, উপজেলা পরিষদ গেট, পিচের মাথা, কাঁচা বাজার, মুখতার ফোয়ারা চত্বর, মন্দির পাড়া, ঢাকা সড়ক, গার্লস স্কুল সড়ক, মহিলা কলেজ সড়কসহ উপজেলার বিভিন্ন বাজারে অবাধে ঘুরে বেড়াচ্ছে। পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল হালিম বলেন, গত কয়েক দিন ধরে কুকুরের কারণে খুব ভয়ে রয়েছি। বাচ্চারা বাইরে বের হতে পারে না।
সখীপুর পৌরসভার সচিব কামরুল ইসলাম বলেন, কুকুরের উপদ্রব নিয়ে পৌরবাসী প্রতিনিয়ত অভিযোগ করছেন। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় তারা কুকুর নিধনে কোনও ব্যবস্থা নিতে পারছেন না বলেও তিনি যোগ করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে। এসয় অনেকেই কুকুরের কামড়ের শিকার হতে পারে। তবে হাসপাতালে ভ্যাকসিন বরাদ্দ না থাকায় রোগী এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply