টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও দৈনিক মাতৃছায়া প্রত্রিকার উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আতোয়ার রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সন্ত্রাসী মামুন এবং মাসুদ কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) সকালে কালিহাতী পৌরসভার বেতডোবা তার নিজ বাসার সামনে ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনার পর কালিহাতী প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান।
আহত সাংবাদিক আতোয়ার রহমান জানান, তার বেতডোবা বাসায় জবরদখল করে টিনের একটি গেট নির্মাণ করে প্রতিবেশী জোয়াহের ও তার দুই ছেলে মামুন, মাসুদ ও স্ত্রী লাইলী বেগম।
এ গেট নির্মাণের প্রতিবাদ করায় রোববার (৮ নভেম্বর) সকালে দেশীয় দাঁড়ালো অস্ত্র দিয়ে আমাকে ও আমার দুই ছেলে দিপু এবং বাকীবিল্লার উপর সন্ত্রাসী হামলা চালায় প্রতিবেশী জোয়াহের, মামুন,মাসুদ ও লাইলী বেগম।
এদিকে এ ঘটনায় কালিহাতী প্রেসক্লাব তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) করিম জানান, এ ঘটনায় মামুন এবং মাসুদ কে আটক করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply