ভালুকা প্রতিনিধি, ময়মনসিংহ : রাষ্ট্রীয় মর্যাদায় ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধা ডা. ওয়াইজ উদ্দিনের (৯৫) দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামের ঈদগা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ভালুকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাইনউদ্দিনের নেতৃত্বে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শকসহ একদল পুলিশ মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।
এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মরহুমের জানাজায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা ডা. ওয়াইজ উদ্দিন ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বরাইদ গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভালুকা উপজেলা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান জানান, সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৩টা ২৫ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করে এই বীর মুক্তিযোদ্ধা।
এ দিকে, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ওয়াইজ উদ্দিনের মৃত্যুতে ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, এডভোকেট শাহ মো. আশরাফুল হক জর্জ, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ও ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের আক্তার হোসেন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply