পটুয়াখালী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলায় ১ম পর্যায়ে ক-শ্রেণির (ভূমিহীন ও গৃহহীন) ১৩৩৮ টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে; যার কাজ পুরোদমে চলছে।
জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ১৬ নভেম্বর ২০২০ তারিখে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার (দুমকি), স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন এইসব ঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।
উল্লেখ্য, নির্মাণাধীন ঘর পরিদর্শনের পূর্বে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, দুমকি পরিদর্শন করেন এবং উপজেলার সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি সংশ্লিষ্ট সকলকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করণীয়, ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ এবং মুজিববর্ষে গৃহীত বিভিন্ন কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply