ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় পোল্ট্রি মুরগির লিটার দিয়ে ধান ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া গ্রামের কালিরচালা এলাকায় নিশান আলী, শফিকুল ইসলাম, শহিদুল ইসলামদের প্রায় ১০ হাজার লেয়ার মুরগির প্রল্ট্রি খামার আছে।
কিন্তু শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম’রা পোল্ট্রি মুরগির লিটার(বর্জ) নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা না করে উন্মুক্ত স্থানে ছেড়ে দেয়ার ফলে তা ধান ক্ষেতে গিয়ে ২০ একর জমিতে ফসল আবাদ নষ্ট হচ্ছে। এ ব্যাপারে জমির মালিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন অভিযোগ’টি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে ফরোয়ার্ড করেন। পরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি সরেজমিনে তদন্ত করলেও এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে তিনি কোন অগ্রগতি দেখান নি।
এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ অফিসের ইউএলও নাজমুল ইসলাম ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে অভিযোক্ত শহিদুল ইসলাম বলেন, আমার পোল্ট্রির বর্জ কারও জমিতে যায়না। আর যদি কেও প্রমান করতে পারে যে আমার পোল্ট্রির বর্জে তাদের ফসলের ক্ষতি হচ্ছে তাহলে আমি পূর্ন জরিমানা দিতে রাজি আছি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply