ময়মনসিংহ প্রতিনিধি ঃ নগরীর জামতলা মোড় এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার জানান।
নিহত মুয়মুন মুনা (২৫) জামতলা মোড়ের নাসিম হোসেনের ছেলে ফুয়াদ হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে ফুয়াদ পলাতক বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, ২০১৪ সালে ফুয়াদের সঙ্গে একই এলাকার আব্দুল জলিলের মেয়ে মুনার বিয়ে হয়। তাদের সংসারে চার বছরের একটি মেয়েও রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না।
নিহতের মামা ফারুক হোসেন বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফুয়াদ মোবাইলে ফোন করে মুনা অসুস্থ এবং তাকে হাসপাতালে নিতে হবে বলে তাকে জানায়। পরে মুনাকে হাসপাতালে রেখে ফুয়াদ পালিয়ে যায়।
তিনি আরও বলেন, “শ্বশুর বাড়ির লোকজন প্রায়ই যৌতুকের জন্য মুনাকে মারধর করত। সংসার টিকিয়ে রাখতে জায়গা বিক্রি করে ফুয়াদকে টাকাও দেওয়া হয়েছিল।”
ওসি বলেন, ধারণা করা হচ্ছে, বিরোধের জেরেই ফুয়াদ তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে মুনাকে হাসপাতালে রেখে ফুয়াদসহ তার বাড়ির লোকজন পালিয়ে যায়।”
লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ফুয়াদ ও তার বাড়ির লোকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply