মাহমুদুল হাসান,যশোর জেলা প্রতিনিধিঃ যশোরে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩০ টি স্বর্নেরবার সহ তিন পাচারকারী কে আটক করেছেন।
সোমবার(৩০ নভেম্বর) দুপুরে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজার এলাকায় শরীয়তপুর হতে ছেড়ে আসা বেনাপোল গামী বাস থামিয়ে (ফেম পরিবহন) তল্লাশী চালিয়ে স্বর্নেরবার সহ ৩ পাচারকারী কে আটক করেন। উদ্ধারকৃত স্বর্নের ওজন ৩০পিস, যার ওজন ৩ দশমিক ৫কেজি ও সিজার মূল্য দুই কোটি ৪১লাখ পঞ্চাশ হাজার টাকা বলে বিজিবি সুত্র নিশ্চিত করেন।
আটককৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার উপজেলার গোপাল রায় গ্রামের রতন কুমার(৪৯), ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মাঝি রায় গ্রামের প্রদীপ সাহা(৫৫) ও ঢাকার গেন্ডারিয়া উপজেলার কালীগঞ্জ শাহা রোডের পংকজ দত্ত(৪৮)।
যশোর বিজিবি ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে বিজিবির টহল দল বেনাপোল গামী একটি পরিবহনে তল্লাশী চালিয়ে ৩০পিস স্বর্নেরবার সহ ৩পাচারকারী কে আটক করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply