রবিউল ইসলাম শার্শা প্রতিনিধিঃ পানগাঁও কাস্টাসের যুগ্ন কমিশনার জনাব লুৎফুর কবির কর্তৃক সকল স্তরের সহকারী কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তা সঙ্গে দুর্ব্যবহার করায়,এবং শারীরিক লাঞ্ছিত ও অকর্থ্য ভাষায় গালিগালাজ এর বিরুদ্ধে যশোরের বেনাপোল কাস্টম হাউজের ভিতরে মানববন্ধন ও প্রতিবাদ অব্যাহতি প্রদান ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৃতীয় দিনের মতো কলম বিরতি পালন করেছে,যশোর, বেনাপোল কাস্টমস হাউস।
এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (খুকাএভ) বেনাপোলের কর্মকর্তারা।আজ বুধবার সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত তাদের এই কলম বিরতি চলবে বলে তারা জানায়। ফলে এতে করে বেনাপোল কাস্টম হাউসে সকল কাজকর্ম বন্ধ থাকে। এবং বেনাপোল কাস্টম হাউসে রাজস্ব অনেক ঘাটতি হবে,এবং সিএন্ডএফ এর কর্মকর্তারা কোন কাজ করতে পারে না,ও সিএন্ডএফ এর নানা সমস্যার ঝামেলা পড়তে হয়।
খুকাএভ এর বেনাপোলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, কেরানীগন্জ জেলার পানগাঁও কাস্টমের যুগ্ন কমিশনার জনাব লুৎফুর কবির বরখস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।এবং আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই যে গত পাঁচ দিন অতিক্রম হওয়ার পরেও জাতীয় রাজস্ব বোর্ড কোন পদক্ষেপ নেয়নি যুগ্ন কমিশনার জনাব লুৎফুর কবির শাস্তি নেয়নি।
আমরা আর বলতে চায় আমাদের দাবী যদি না মানা হয় তাহলে আমরা কঠোর আন্দোলন যাবো। এবং ধারাবাহিকভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করছি যদি আজকের মধ্যে যদি দাবী না মানা হয়। তাহালে আমরা কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আগামীকাল সারাদিন তাদের এই কলম বিরতি চলছে চলবে বলে বলে তারা এই কর্মসূচি পালন করতে থাকে।এসময় বেনাপোল কাস্টম হাউসে সকল সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব সকল স্তরে উপস্থিত ছিলেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply