নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর শ্রীপুর উপজেলা মাওনা চৌরাস্তা কাজী পেট্রোল পাম্প সংলগ্ন মন্টু মিয়ার বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটে এবং ঘটনার সত্যতা এবং সুবিচার পাওয়ার লক্ষ্যে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন প্রবাসী রফিকুল ইসলাম (৫০) এর স্ত্রী রুনা আক্তার,(৩০)স্বামী – রফিকুল ইসলাম সাং-মুলাইদ,এ/পি সাং -মাওনা চৌরাস্তা কাজী পেট্রোল পাম্প সংলগ্ন (মন্টুর মিয়া(৬০) এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- শ্রীপুর জেলা -গাজীপুর অভিযোগকারী রুনা আক্তার দৈনিক আলোকিত সকাল পত্রিকার রিপোর্টার রাকিবুল হাসান কে জানান যে,আমার স্বামী বিদেশ থাকে। আমি আমার দুই ছেলে নিয়া এ/পি ঠিকানার বাড়ীতে ভাড়া থাকি গত ১৯/১১/২০২০ইং তারিখ বেলা অনুমান ১২.৩০ মিনিটের সময় আমি আমার ছেলেদের নিয়া আমার ভাই মো: শাহ্ আলম, মুলাইদ এলিম বাড়ীরতে বেড়াইতে যাই পরদিন অর্থাৎ ৩০/১১/২০২০ সন্ধ্যা অনুমান ৫.৩০ মিনিটের সময় আমি আমার এ/পি ঠিকানার বাড়ীতে আসিয়া ঘরে ডুকিয়া দেখিতে পাই যে,ঘরের মালামাল ছড়ানো ছিটানো ও উওর পাশের জানালা কাটা অবস্থায় পড়িয়া আছে এবং নিম্ন রেত্বীত মালামাল নাই। অর্থাৎ গত ২৯/১১/২০২০ইং তারিখ বেলা অনুমান ১২.৩০ মিনিটের পর হইতে অদ্য ৩০/১১/২০২০ইং তারিখ সন্ধ্যা অনুমান ৫.৩০ মিনিটের মধ্যে অজ্ঞাত নামা চোর বা চোরেরা সু- কৌশলে সঙ্গুপনে উক্ত চুরির ঘটনা ঘটাইয়াছে। বিষয়টি আমি স্হানীয় গন্যমান্য লোকজনকে অবহিত করিয়া থানায় আসিয়া অএ অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।ঘটনার স্বাক্ষী প্রমান আছে এবং চুরি করিয়া নিয়ে যাওয়া মালামালের তালিকা
১।স্বর্ণ অলস্কার ১১ ভরি যাহার মূল্য বর্তমান অনুমান-৮,২৫,০০০ হাজার টাকা
২।অন্যান্য মালামাল যাহার মূল্য অনুমান ২০,০০০/ হাজার টাকা
এবং সর্বমোট মোট মূল্য হচ্ছে ৮,৪৫,০০০/ হাজার টাকা এ বিষয়ে এলাকার সচেতন মহল এর সাথে যোগাযোগ করলে এলাকাবাসী বলেন প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি সুস্থ এবং সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবী করছি,
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার এস আই রফিকুল ইসলাম জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, এবং পাশের ইউনিট এর ভাড়াটিয়া তাদের কে উপস্থিত থাকার জন্য অবগত করা হয়। কিন্তু তাদের কোনো সাড়া পাওয়া যায়নি, এখান থেকে বিষয় টা সন্দেহ জনক এবং কেন পাওয়া যায়নি, এ বিষয়ে আমাদের সুস্থ তদন্ত চলছে, বলে জানান তিনি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply