November 25, 2024, 12:35 am

তথ্য ও সংবাদ শিরোনামঃ
গৃহঋণের জন্য আবাসন খাতে বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ বেনাপোল পুটখালী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার। বেনাপোল বলফিল্ড মাঠে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪ অনুষ্ঠিত। বেনাপোল ধান্যখোলা সীমান্তে ৩৬ কেজি গাঁজাসহ ১টি মোটরসাইকেল উদ্ধার। টঙ্গীবাড়ীতে বীজ আলু ও সার ব্যাবসায়ী দের সাথে ইউএনওর মত বিনিময় সভা। বেনাপোল দিয়ে ভারতে পাচার হওয়া ২৪ জন কিশোর ও কিশোরী দেশে ফিরেছে। আ.লীগ নেতার জবর দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার। রাজধানীতে কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। ১৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন আসামী গ্রেফতার। যশোর পর্যটন খাতেও ব্যাপক ভূমিকা রাখতে পারে বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে। উপদেষ্টা এ এফ হাসান আরিফ বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে চাল আমদানি শুরু। বেনাপোলের শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। ভালুকায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং ধনবাড়ী উপজেলার নব নিযুক্ত নির্বাহী অফিসারের সাথে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ। নওগাঁ পত্নীতলার ডিগ্রি চতুর্থ বর্ষের ছাত্র সুমন হোসেন কে হত্যা করে গলায় ফাঁসি দিয়ে কাঁঠাল গাছের ঝুলিয়ে রহস্য জনক মৃত্যু। শার্শায় ৪ যুগ ধরে খবরের কাগজের ফেরিওয়ালা সিরাজ আর নেই। রাজনৈতিক গুরু হিসেবে মওলানা ভাসানীকে স্বীকৃতি দিতে হবে …… অধ্যক্ষ এম শরিফুল ইসলাম বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত। যশোর যৌনকর্মী প্রেমিকাকে নিয়ে দ্বন্ধে হেলপার বাপ্পি খুন। মওলানা ভাসানীকে অপমান করায় আওয়ামী লীগ বিলুপ্ত প্রায় বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে সাহিত্য ও সংস্কৃতির সংস্কার চাই – রেজাবুদ্দৌলা চৌধুরী। ভালুকায় জমি দখল ও খেতের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ মওলানা ভাসানীকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে অন্তর্ভূক্ত করার দাবি …. বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস। দেশপ্রেমিক লোকদের সঠিক প্রক্রিয়ায় যাচাই বাছাই করে নিয়োগ দিতে হবে …… অধ্যাপক ড. সায়েদা ওবায়েদ যশোর বেনাপোল পোর্ট থানা পুলিশের কর্তৃক ৩০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা সহ ০১ জন আটক। ওষুধের দাম কমানোর আহ্বান ……এম এ আলীম সরকার গাজীপুর কোনাবাড়ীতে আবাসিক হোটেলে চলছে নারী ও মাদকের রমরমা ব্যবসা

সখিপুরে স্বামীর সংসার থেকে স্ত্রীকে বঞ্চিত রাখছে দাদা, জোড়া লাগাতে লক্ষ টাকা দাবী

সখিপুরে স্বামীর সংসার থেকে স্ত্রীকে বঞ্চিত রাখছে দাদা, জোড়া লাগাতে লক্ষ টাকা দাবী

রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধঃ শরীয়তপুর জেলার সখিপুর থানার অন্তর্গত দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মোহাম্মাদ আলী প্রধানীয়া কান্দি বাসিন্দা ইয়াসিন মোল্লার মেয়ে লাবনী আক্তার(১৮)কে তার স্বামীর সংসার থেকে বঞ্চিত রেখেছে তার চাচাতো দাদা কেরামত আলী মোল্লা, এমন একটি অভিযোগ উঠেছে।পারিবারিক সূত্রে জানা যায়, আকরাম দর্জি (২৫) ও লাবনী আক্তারের সংসার জোড়া লাগানোর বিনিময় এক লক্ষ টাকা দাবী করেছে দাদা কেরামত আলী মোল্লা।

স্থানীয় ও আকরাম দর্জির পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী আবুতাহের দর্জির ছেলে আকরাম দর্জি এবং ইয়াসিন মোল্লার মেয়ে লাবনী আক্তারের সাথে দু’পক্ষের সম্মতিতে ২৫/০৯/১৮ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এবং তাদের একজন পুত্র সন্তান রয়েছে যার বয়স আনুমানিক ১ বছর ৭ মাস। নাম রাখা হয়েছে আল-আমিন। মহামারী করোনার কারণে আকরাম দর্জি আর ফিরে যেতে পারেনি সৌদি আরবে। কিন্তু কর্মজীবন থেমে থাকেনি আকরাম দর্জির। বাবা আবুতাহের দর্জির সাথে মিলে একটি খাবার হোটেল দিয়েছে, দক্ষিণ তারাবুনিয়া বন্দুকশী বাজারে। এ খাবার হোটেলে আকরাম দর্জি বাবার সাথে কাজ করে বলে দাদা কেরামত আলী মোল্লা লাবনীকে আকরাম দর্জির কাছ থেকে কেড়ে নিতে চায়।

এ ব্যাপারে আকরাম দর্জি বলেন, আমি ৩ বছর সৌদি প্রবাসী ছিলাম। বাবা-মা’র সম্মতিতে দেশে এসে বিয়ে করলাম লাবনীকে। করোনাতে আটকে পড়লাম দেশে। কফিলের সাথে আলাপকালে জানতে পারলাম, করোনা মহামারীর কারণে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তাই বাবার সাথে হোটেলে কাজ করি। আমি বিদেশ থেকে এসে কেন চায়ের দোকানে কাজ করি? এজন্য আমার কাছ থেকে স্ত্রী লাবণীকে আমার সংসার থেকে কেড়ে নিতে চায় দাদা কেরামত আলী মোল্লা। আমার স্ত্রী খুব সহজ সরল একজন ভালো মানুষ।

তার বাবা আবু তাহের দর্জি বলেন, কেরামত আলী মোল্লা আমাকে ফোন দিয়ে তার বাড়ি নিয়ে বলেন, আমি আকরাম দর্জি ও লাবণীর সংসার জোড়া লাগাতেও পারি আবার ভাঙতেও পারি, বিনিময় আমাকে এক লক্ষ টাকা দিতে হবে। আমি টাকা না দেওয়ায় আমার বিরুদ্ধে ১০/১০/২০ইং হয়রানিমূলক মামলা করেন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত সি আর,১৯৬/২০২০ শরীয়তপুর। আমি এর সঠিক বিচার চাই এবং আমার পুত্রবধূ ও নাতিকে আমি ফিরে পেতে চাই।

স্ত্রী লাবনী আক্তার বলেন, আমি কিছু করি নাই। মামলা-হামলা যা করার আমার দাদা কেরামত আলী মোল্লা করেছে। এখন সব জানে আমার দাদা কেরামত আলী মোল্লা।

দাদা কেরামত আলী মোল্লার কাছে সাংবাদিকরা কিছু জানতে চাইলে বলেন, তোমরা কারা, আমি কোন প্রশ্নের উত্তর দিতে রাজি না। আই এম এ কিলার! আরো বিভিন্ন রকম কথা বলে সাংবাদিকদের হুমকি দেয় কেরামত আলী মোল্লা।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com