মোঃ মনিরুজ্জান চৌধুরী, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার চাপাইল গ্রামে নিয়ম নিতির তোয়াক্কা না করে বালু উত্তোলন করায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে, বালু ব্যাবসায়িদের স্বেচ্ছাচারিতায় হুমকির মুখে পড়েছে চাপাইল সেতু ও ফসলি জমি। প্রতিদিনই একাধিক কাটিং ড্রেজার দিয়ে নদীর পাড় ঘেষে বালু উত্তোলন করছে। চরসিংগাতি বালুমহাল ইজারা নিয়ে চাপাইল বালুমহাল থেকে অবাধে বালু উত্তোলন করার পরও প্রশাসনের নিরবতায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি খাস জমি সহ কৃষিজমি ঘেষা নদীর পাড় থেকে দিনে ও রাতে অবৈধভাবে গভীর করে বালু ও মাটি উত্তোলন করায় নদীরপাড় ভেঙ্গে কৃষি জমি এ ভাঙ্গনের উপক্রম । এমনকি ক্ষতির আশংকা করা হচ্ছে সরকারের প্রায় শত কোটি টাকা ব্যায়ে নির্মিত চাপাইল সেতুটি। জমি নিয়ে শঙ্কায় দিন পার করছে এলাকাবাসী। সরকারি ও ব্যক্তিগত কৃষি জমি রক্ষায় দ্রুত সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় কৃষকেরা।
স্থানীয় ইউপি সদস্য মোঃ টিপু ভুইয়া জানান, চাপাইল সেতুর কারনে চাপাইল মৌজার বালুমহালের ইজারা বন্ধ থাকলে ও চরসিংগাতী বালুমহালের ইজারা নিয়ে অবাধে চাপাইল মৌজা থেকে বালু উত্তোলন করছে। বার বার সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবহিত করলেও কোন আইনগত পদক্ষেপ গ্রহন করা হচ্ছেনা। জমি ভাঙ্গনের কবলে পড়ার আশংকায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হুদা বলেন, চাপাইল মৌজা থেকে বালু উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বালুমহালের নির্ধারিত মৌজার বাইরে থেকে কেন বালু উত্তোলন করছে তা তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply