মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে রাজারবাগের বীর পুলিশ সদস্যগণ অসীম সাহসিকতার সহিত ‘থ্রি নট থ্রি’ রাইফেল দিয়ে পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। একরাতেই আট শতাধিক বীর পুলিশ সদস্য শহীদ হয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের যেকোন ক্রান্তিলগ্নে ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ পুলিশ’ সদাসর্বদা অগ্রনী ভূমিকা পালন করছে, আবির্ভূত হয়েছে আলোকবর্তিকা স্বরূপ। ‘করোনা’ প্রাদুর্ভাব তার অন্যতম জ্বলন্ত নিদর্শন। স্বপ্রনোদিত ও স্বতঃস্ফূর্ত ভাবে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি ইউনিট করোনাকালীন যে সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী সাড়া প্রদান করেছেন তা বিস্ময় ও বটে। ভূয়সী প্রশংসিত হয়েছে সর্বমহল কর্তৃক।
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বারংবার প্রশংসা করেছেন। মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের এহেন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন যা আমাদের পথের পাথেয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ‘সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ সদস্যগণ আদর্শ স্থাপন করেছেন’ মর্মে যথার্থই উল্লেখ করেছেন।
বাংলাদেশ পুলিশের অভিভাবক সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ডঃ বেনজীর আহমেদ বিপিএম(বার) মহোদয়ের নির্দেশনায়
” মানবিক পুলিশের প্রতিচ্ছবি” বইটি বাংলাদেশের ‘করোনা’ যুদ্ধকালীন সময়ের প্রামাণ্য আলেখ্য। এটি বাংলাদেশ পুলিশের একটি মহৎ প্রয়াস ও বটে। করোনা প্রাদুর্ভাবকালীন বাংলাদেশ পুলিশের অনবদ্য অবদান একদিকে বইটি সকলের নিকট চির জাগরুক রাখবে, অন্যদিকে সর্বসাধারণের অদম্য স্পৃহার উৎস হয়ে থাকবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply