টাঙ্গাইল প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত জলপথ ‘বাংলা চ্যানেল’ হিসেবে পরিচিত। ১৬.১ কিলোমিটার দীর্ঘ এই জলপথ সাঁতার দেওয়ার জন্য ৪৩ জন অংশ নিলেও পাড়ি দিয়েছেন ৪০ জন সাঁতারু।
তাদের মধ্যে টাঙ্গাইলের সখীপুরের একজন সদস্য রয়েছে। তার নাম মনির হোসেন। সে উপজেলার ইন্দারজানি ভাতগড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, সাঁতার দলটি গত সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে সাঁতার শুরু করে। এটি ষড়জ অ্যাডভেঞ্চারের আয়োজনে ১৫তম বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতা। সাঁতারুরা ফ্রি হ্যান্ড সুইমিং করেন। নিরাপত্তার জন্য প্রত্যেক সাঁতারুর সঙ্গে একটি করে উদ্ধারকারী নৌকা থাকে। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের সার্ভিস বোট, জরুরি নৌকা ও ডুবুরিয়া ছিল।
এ বিষয়ে মনির হোসেন বলেন, বাংলা চ্যানেলে সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে আমরা বিশ্ববাসীর সামনে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে তুলে ধরছি। কক্সবাজার সৈকতেই বাংলা চ্যানেলের অবস্থান। ভবিষ্যতে এই বাংলা চ্যানেল পাড়ি দিতে ছুটে আসবেন অসংখ্য বিদেশি।’
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply