টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার আরও পাঁচ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৫ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের নাগরপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক সেন্টু মিয়া (৩৫) উপজেলার চাষাভাদ্রা গ্রামের মজিদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নাগরপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে অটোরিকশাটি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা ইট বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টর ও অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। এছাড়াও অটোরিকশায় থাকা পাঁচ জন যাত্রী আহত হয়েছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, ‘নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। আর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply