স্টাফ রিপোটারঃ আনোয়ার হোসেন, যশোর চৌগাছা সীমান্ত থেকে ৬০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। উদ্ধারকৃত সোনার ওজন সাত কেজি এবং আনুমানিক মূল্য ৪ কোটি ৮৯ লাখ ত্রিশ হাজার টাকা।
গতকাল শনিবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় যশোর ৪৯ বিজিবি যশোর সদর দফতরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, শুক্রবার রাত ১১টার দিকে বিজিবির একটি বিশেষ অভিযান দল চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্তের ৩৯ নম্বর মেইন পিলার থেকে ৩শ’ গজ ভেতরের এলাকা থেকে ওই সোনার বার উদ্ধার করে। দুই চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের সময় অভিযানকারী দল তাদের ধাওয়া করলে তারা একটি পলিথিনের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যায়। এ সময় ওই ব্যাগের মধ্যে কাপড়ের তৈরি বেল্টের ভেতর থেকে ৬০টি সোনার বার উদ্ধার করা হয়।
বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত সোনার বার জমা ও মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply