মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি। মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে উগ্র মৌলবাদি সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক নানারকম ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের প্রতিবাদে ০৫ ডিসেম্বর শনিবার প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা ৩২৯ আসনের এমপি অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে ও মোজাহিদুল ইসলাম প্রিন্স এর উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা কৃষক লীগের সভাপতি মোঃ তসলিম সিকদার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুফতী সালাউদ্দিন, সুন্দরম এর উপদেষ্ঠা আ’লীগ নেতা গাজী হাফিজুর রহমান সবির, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি এ্যাডভোকেট উজ্জ্বল বসু প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে একটি উগ্র মৌলবাদি সাম্প্রদায়িক ধর্মান্ধ গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ইসলামের অপব্যাখ্যা ছড়িয়ে ধর্মপ্রান মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছে, তারা ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়প অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার শত্রু। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বাধীন সরকারের চলমান উন্নয়নের ধারা বাঁধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ন্যায় সাংস্কৃতি বিপ্লব গড়ে তোলার জন্য সাংস্কৃতিক -কর্মী, সমর্থকসহ আপামর জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply