মোঃ শাহিন হোসেন, বেনাপোল প্রতিনিধি: কুষ্টিয়ায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে এক মানব বন্ধন সহ যশোর মুক্ত দিবস উপলক্ষে কাগজ পুকুর মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে প্রদীপ প্রজ্জ্বলন ও শপথ বাক্য পাঠ করেন শার্শা ও বেনাপোল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সকল মুক্তিযোদ্ধার সন্তানেরা। ৬ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে বেনাপোল থানার কাগজপুকুর বাজারে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে এ কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সকলে মোমবাতি হাতে নিয়ে নানা প্রতিবাদি স্লোগান দিয়ে কাগজপুকুর বাজার প্রদক্ষিণ করে।
উক্ত অনুষ্ঠানে যশোর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ফারুক হোসেন উজ্জল বলেন, স্বাধীনতাবিরোধী ধর্মান্ধ মোল্লা সমাজ ধর্মীয় আবরণে বাঙালিত্ব, মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সমাজ প্রগতির ধারার বিপক্ষে অবস্থান নিয়ে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে উদ্যত হয়েছে ! এক্ষুনি এদের বিষদাঁত ভেঙে দিতে হবে । অন্যথায় বড়ো ধরনের মূল্য দিতে হতে পারে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল হক, মো: মিয়াদ আলী মেম্বার, কামরুজ্জামান তরু, হাসেম আলী, শরীফ আহমেদ,ওসমান গনি, জাহিদ হাসান, আব্দুল হালিম, আলাউদ্দিন, মুক্তি বিশ্বাস, শেখ ফরিদ উদ্দিন, মোস্ত বিশ্বাস, বাবলু, মিল্টন সহ প্রমূখ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply