মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলার নারী জাগরণের স্বপ্নদ্রষ্টা। নারীশিক্ষার প্রসারে তিনি কাজ করে গেছেন আমৃত্যু। তাঁর স্বপ্ন ছিল রাষ্ট্র, সমাজ ও পরিবার ব্যবস্থায় নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। আর সেই স্বপ্নের কথা তিনি বলে গেছেন, লিখে গেছেন তাঁর গল্প, উপন্যাস ও প্রবন্ধগুলোতে।
পটুয়াখালীতে ০৯ ডিসেম্বর (বুধবার), সেই মহীয়সী নারীর জন্মবার্ষিকী। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর – ১০ ডিসেম্বর ২০২০) ও বেগম রোকেয়া দিবস-২০২০ উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী কানিজ সুলতানা হেলেন, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট মােঃ গোলাম সরােয়ার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পটুয়াখালী সদর; জনাব ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, পটুয়াখালী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তাগণ মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এঁর জীবনী নিয়ে আলোচনা করেন এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র, সমাজ ও পরিবার ব্যবস্থায় নারী-পুরুষের সমান মর্যাদা আর অধিকার নিশ্চিতকরণে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। একইসাথে নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধে সকলকে সোচ্চার হওয়ার অনুরোধ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে নিজ নিজ ক্ষেত্রে সফলতা অর্জনকারী জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply