এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ বিয়ের পিঁড়িতে বসা হলো না মালয়েশিয়া প্রবাস ফেরত চঞ্চলের (২৩)। চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেরে চলে গেলেন না ফেরার দেশে। জানা যায় গত ৬ ডিসেম্বর ছিল তার গায়ে হলুদ, ৭ ডিসেম্বর বিয়ে। এই শুভলগ্ন আসার কয়েক ঘন্টা আগেই বিয়ের সদাইপাতি করে আইসড়া বাজার থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে বাজারের পশ্চিম পাশে বেটারিচালিত অটো রিক্সাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা চলন্ত সিএনজি চালিত অটো রিক্সার সাথে সরসরি মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল থেকে ছিটকে সিএনজি’র সামনের গ্লাসের সাথে মুখথুবড়ে পড়ে। এতে চঞ্চলের মুখ ও মাথার সমনের অংশ থেতলে যায়। খবর পেয়ে স্থানীয় বন্ধু ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
অবস্থার অবনতি দেখে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর অদুরে এনাম মেডিক্যাল হসপিটালে নিয়ে যায়। সেখানে ৭ ডিসেম্বর অস্ত্র পাচারের পর তাকে আইসিইউ-তে নিবির পর্যবেক্ষনে রাখা হয়। দীর্ঘ চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেড়ে ১০ ডিসেম্বর সকাল ১১টার দিকে চলে যান না ফেরার দেশে।
গত ৬ ডিসেম্বর সকাল ১১টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়ায় এ ঘটনাটি ঘটে। মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার জামিল হাসান চঞ্চল (২৩) টাঙ্গাইলের বাসাইল উপজেলার ১নং ফুলকি ইউনিয়নের আইসড়া পশ্চিমপাড়া (খালের পাড়) এলাকার ইউসুফ আলীর একমাত্র ছেলে।
জানা যায়, গত দেড় মাস আগে চঞ্চল মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে আসে। মাত্র কয়েকদিন আগেই পার্শ্ববর্তী কালিহাতি উপজেলার গোলড়া গ্রামের মজনু মিয়ার প্রথম কন্যার সাথে বিয়ে রেজিষ্ট্রি হয়। ৭ ডিসেম্বর বিবাহ সম্পন্নের কথা ছিল। তার আগেই সবাইকে কাঁদিয়ে চলে গেল পরপারে।
তার এ অনাকাঙ্খিত ও অকাল মৃত্যুতে তার বাড়িতে চলছে শোকের মাতম। তার বন্ধু মহলসহ এলাকায় বিরাজ করছে শোকের ছায়া।
এদিকে ১০ ডিসেম্বর চঞ্চলের লাশ দেখতে আসার সময় আইসড়া বাইপাস রাস্তায় বেটারি চালিত অটো রিক্সা উল্টে তার চাচাত বোন আহত হয়। তাকেও গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বিয়ের প্রাক্কালে বরের এমন মর্মান্তিক মৃত্যুর শোকে বার বার মুসড়ে পড়ে অজ্ঞান হয়ে পড়ছে কনে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply