ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় একটি পরিত্যাক্ত বোমা উদ্ধার করা হয়েছে। সিলিন্ডার সদৃশ বোমাটির ওজন ২৩০ কেজি বলে জানা গেছে।
বুধবার (৯ ডিসেম্বর) বিকালে বোমাটি নিষ্ক্রিয় করতে যায় বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
সূত্র জানায়, বুধবার সকালে টার্মিনাল নির্মাণ কাজের সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে বোমাটি দেখতে পায়। বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানায়।
বিমানবন্দর সূত্র জানায়, তারা ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত করেন সেটি বোমা। প্রাথমিকভাবে সেটি নিষ্ক্রিয় করা হয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করতে বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply