ভালুকা প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের দায়ে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর ) সকাল থেকে দুপুর ২টা ৩০মিনিট পর্যন্ত ভালুকা বাজারসহ চারটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিন এই জরিমানা আদায় করেন।
সূত্রে জানা যায়, ভালুকা বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের দায়ে ফাহিম হাসপাতালকে ৫০ হাজার, ডিজিটাল হাসপাতালকে ৩০ হাজার, মাস্টার হাসপাতালকে ৪০ হাজার ও জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিন বলেন, মেয়াদউত্তীর্ণ ওষুধ রাখা, অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply