মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ।
১০ ডিসেম্বর, বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ ক ম মোস্তফা জামান, রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান, সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার আরিফ আহমেদ জুয়েল, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান টমাস, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাদল, পবিপ্রবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবুল ইলাম রাকিব, কর্মচারী পরিষদের সভাপতি মোঃ মজিবর মৃধা প্রমুখ।
পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ বলেন, স্বাধীনতার সময় কিছু কুচক্রী মহল যেমনভাবে এ দেশের মানচিত্রকে খামচে ধরেছিল, ঠিক সেভাবে এখনও একদল অপশক্তি তা করার চেষ্টা করছে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে যারা স্বীকার করে না, তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই। যারা এদেশে ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক শক্তির জায়গা হবে না। আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানাই। ‘আমি একজন বাঙালী হিসেবে খুব লজ্জিত, শোকাহত। কারণ আমাদের বিজয়ের মাসে যখন আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছি ঠিক সেই সময়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং একাত্তরের স্বাধীনতা বিরোধীদের কর্মকা-।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, সমন্বয় পরিষদসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply