টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে আনন্দ শোভাযাত্রা, মানববন্ধন’সহ বর্ণাঢ্য বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখা, মানবাধিকার বাস্থবায়ন সংস্থা ও অন্যান্য মানবাধিকার সংগঠনের যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মানবাধিকার বাস্থবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), সাধারণ সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম স্বপন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার অধীনে পরিচালিত মানব পাচার প্রতিরোধ প্রকল্প টাঙ্গাইলের প্রোগ্রাম অফিসার অ্যাডভোকেট আব্দুল গনি আল রুহী, বাংলাদেশ লিগাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী এডভোকেট খঃ আমিনা রহমান বিউটি, মানবাধিকার কর্মী মাহমুদা শেলী, নাজমুস সালেহীন’সহ অন্যান্য মানবাধিকার কর্মীগণ। এ সময় টাঙ্গাইলের বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ’সহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে দিবসের কর্মসূচী সমাপ্ত হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply