জাতির পিতার সন্মান, রাখবো আমরা অম্লান এ প্রত্যয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে নড়াইলে সরকারি কর্মকর্তা ফোরামের আয়োজনে প্রতিবাদ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার সকালে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় অবস্থিত“ বঙ্গবন্ধু মঞ্চে” এ প্রতিবাদ সভা ও সমাবেশ কর্মসুচি পালিত হয়।
এ কর্মসুচিতে জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন।জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে জেলা ও দায়রা জর্জ মুন্সি মশিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), চিফ জুডিশিয়্যাল ম্যজিষ্ট্রেট মেহেদী আল মাসুদ, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাহাবুবুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়,সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বাবুসহ অনেকে।
বক্তারা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গা ও অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা আরো বলেন বাংলাদেশে জাতির পিতার এ অবমাননা কল্পনাতীত, আমরা কোন অবস্থাতেই সরকারি কর্মকর্তা বৃন্দ এ টিকে সহ্য করবো না, যে কোন অবস্থা থেকেই জাতির পিতার সম্মান আমরা অক্ষুন্ন রাখবো।
অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বাংলাদেশ যেখানে মৌলবাদী বা অন্যকোন অশূভ শক্তি যদি পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাই, তাহলে সকলেই আমরা রুখে দাড়াবো।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply