টাঙ্গাইল প্রতিনিধিঃ অবশেষে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়াসহ উৎপাদন ও বিপণন কার্যক্রম বন্ধ করলো অপ্সরা ড্রিংকিং ওয়াটার (নিউ জমজম) কারখানা। গত ১৬ নভেম্বর বিভিন্ন সংবাদ মাধ্যমে এটি নিয়ে খবর প্রকাশিত হয়। তারপর নড়েচড়ে বসে প্রশাসন
রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে ভ্রামামাণ আদালত পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম। এরপর কোম্পানিটিকে জরিমানা করা হয়। নামসর্বস্ব ট্রেড লাইসেন্সেই অবাধে বিক্রি হচ্ছিল অনুমোদনহীন কারখানার ন্যাচারাল ড্রিংকিং ওয়াটার।
ভ্রামামাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) টাঙ্গাইল ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদসহ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় বাজারজাতের জন্য প্রস্তুতকৃত পানির জার ও বোতল ধ্বংস করাসহ বিক্রির উদ্দেশ্যে পরিবহনকৃত ৩০টি পানির জার জব্দ করা হয়। দীর্ঘদিন যাবৎ কোনো অনুমোদন ছাড়াই পরিচালিত হয়ে আসছিল টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে অপ্সরা ড্রিংকিং ওয়াটার (নিউ জমজম)কারখানা।
এছাড়াও একই উপজেলার করটিয়া ইউনিয়নের ক্ষুদিরামপুরের মেঘ ন্যাচারাল ড্রিংকিং ওয়াটার কারখানায়ও অভিযান পরিচালনা করা হয়। তবে কারখানাটি বন্ধ থাকায় তার মালিক শাহীন ইসলামকে আগামীকাল (১৪ ডিসেম্বর) এর মধ্যে অনুমোদনের সকল কাগজ নিয়ে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশনা প্রদান করা হয। এ ব্যতীত পানি উৎপাদন ও বিপণন বন্ধ রাখার নির্দেশও দেন তিনি।
অভিযান প্রসঙ্গে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. খায়রুল ইসলাম বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) ২০১৮ এর ৩১ ধারার আইন লঙ্ঘন করে পানি উৎপাদন ও বিপণন করায় কারাখানার দুই মালিককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজারা টাকা জরিমানা অথবা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply