আনোয়ার হোসেন।নিজস্ব প্রতিবেদকঃ যশোরের বেনাপোল পৌর গেট পার্ক এলাকা হতে ২০টি স্বর্নের বারসহ ০১জন আসামী আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল।
জানা গেছে, মাদক ও স্বর্ন চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এ ব্যাপারে গোয়েন্দা তৎপরতা ও অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় বেনাপোল হতে যশোর গমন করে স্বর্ণের বার সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে একটি চক্র কাজ করে আসছে। উক্ত তথ্যের উপর ভিত্তি করে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ২১ ডিসেম্বর ২০২০ তারিখ সাড়ে ৬ টায় যশোর পৌর গেট পার্কের সামনে পাকা রাস্তার উপর হতে সন্দেহভাজন একজন ব্যক্তিকে আটক করে।
পরবর্তীতে তার দেহ তল্লাশী করে গেঞ্জির ভিতরে কোমড়ে বিশেষভাবে লুক্কায়িত অবস্থায় ০৪ টি প্যাকেটে প্রতিটি প্যাকেটে ০৫ টি করে সর্বমোট ২০টি বার ২.৩৩৪ কেজি স্বর্ণ (২০০.১০৩ ভরি) পাওয়া যায়। উক্ত আটককৃত স্বর্নের আনুমানিক বাজার মূল্য ১,৬৩,৩৮,০০০/-(এক কোটি তেষট্টি লক্ষ আটত্রিশ হাজার) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী একাধিকবার চোরাচালানের সাথে জড়িত বলে স্বীকার করে। আটককৃত আসামী বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মোঃ আসলাম হোসেনের ছেলে মোঃ ইমাদুল হোসেন (২৬) । আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। আসামীকে যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হবে এবং আটকৃত মালামাল যথাযথ নিয়ম অনুসরণ পূর্বক ট্রেজারীতে জমা করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply