পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অডিট বাবদ ঘুষ দাবির অভিযোগে অভিযান চালিয়ে দুই কর্মকর্তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুদক।
পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অডিট কার্যক্রমে আগত অডিট টিমের সদস্যগণ উপজেলা শিক্ষা অফিসারগণের নিকট হতে ঘুষ দাবি করছেন এবং তাঁরা টাকা দিতে বাধ্য হচ্ছেন মর্মে দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) ভুক্তভোগীরা অভিযোগ জানান। অভিযোগটি প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে দুদক এনফোর্সমেন্ট ইউনিট এর পক্ষ হতে সমন্বিত জেলা কার্যালয়, বরিশালকে এ অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। তৎপ্রেক্ষিতে বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক দেবব্রত মন্ডল এর নেতৃত্বে গঠিত এনফোর্সমেন্ট টিম আজ (২১-১২-২০২০ খ্রি:) সংশ্লিষ্ট দপ্তরে ও অডিট টিমের সদস্যগণের আবাসস্থলে অভিযান পরিচালনা করে।
সরেজমিন অভিযানে নিরপেক্ষ সাক্ষীগণের উপস্থিতিতে দুদক টিম পিরোজপুরে অডিট টিমের সদস্যগণ যে রেস্টহাউসে অবস্থান করছিলেন, সেখান হতে অডিট এন্ড অ্যাকাউন্টস অফিসার মোঃ শামীম হোসেন এবং এসএএস সুপারিনটেনডেন্ট মোঃ জহির রায়হানকে ৪ লক্ষ ১৬ হাজার নগদ টাকাসহ উদ্ধার করে।
উক্ত অর্থের উৎসের ব্যাখ্যা গ্রেফতারকৃত কর্মকর্তাগণ দুদক টিমের নিকট প্রদান করতে ব্যর্থ হন। এ অর্থ ঘুষ বাবদ গ্রহণ করা হয়েছে মর্মে দুদক টিমের নিকট প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে দুদক তফসিলের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply