রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা চৌকিদারকান্দী এলাকায় সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস চালক জাহাঙ্গীর হাওলাদার (৫০) নিহত, আহত প্রায় ১০ জন বাস আরোহী।
আজ (২১ ডিসেম্বর রোজ সোমবার) দুপুর আনুমানিক ১ টায় দিকে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা চৌকিদারকান্দী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হাওলাদার (৫০) শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের মৃত আমজাদ হাওলাদারের ছেলে।
স্থানীয়রা এবং জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, আজ রোজ সোমবার দুপুর আনুমানিক ০১ টার দিকে জাজিরা উপজেলার মঙ্গল মাঝির ঘাট থেকে হাওলাদার পরিবহন নামে যাত্রীবাহী একটি সিটিং বাস (ঢাকা মেট্রো-জ ১১-৩১১৩) প্রায় ৩০ জন আরোহী নিয়ে শরীয়তপুর শহরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ ঘটনায় চালক জাহাঙ্গীর হাওলাদার ঘটনাস্থলেই মারা যান। এছাড়া বাসের অন্তত ১০ আরোহী আহত হয়েছে। আহতদের মধ্যে সৌরভ (১৫), আউয়াল (৩৫), রোকসানা (৪৫), বাবুল মিয়া (৩৫), হারুন শিকদার (৪০), সেলিনা আক্তার (৩৫) উদ্ধার করে জাজিরা উজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সৌরভ ও আউয়ালকে ঢাকায় পাঠানো হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply