রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের মিরা কান্দি গ্রামের এক বীর মুক্তিযোদ্ধা আবু আলেম বেপারী (৭৭) এর উপর মাছ চুরির অপবাদ দিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। গত (২৩ ডিসেম্বর রোজ বুধবার) মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, চিতলিয়া ইউনিয়নের মিরা কান্দি গ্রামের পার্শ্ববর্তী মোফেজ ঢালীর ছেলে সন্ত্রাসী জুয়েল ঢালী তুচ্ছ মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধ আবু আলেম বেপারীর উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আবু আলেম বেপারী মাটিতে লুটিয়ে পরে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আবু আলেম বেপারী কে আহত অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা দিতে নেওয়া হয়। এদিকে মুক্তিযোদ্ধা আবু আলেম বেপারী জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সহ- মুক্তিযোদ্ধাদের নিয়ে পালং মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও আসামী জুয়েল ঢালী এখনো ধরা ছোয়ার বাইরে।
আহত বীর মুক্তিযোদ্ধা আবু আলেম বেপারী জানান, গত কয়েকদিন ধরে সন্ত্রাসী জুয়েল ঢালী এলাকার মানুষের কাছে মুক্তিযোদ্ধা আবু আলেম বেপারী কে মাছ চোর বলে আসছে। তা নিয়ে গত বুধবার সকালে মাছের বিষয়ে কথা কাটাকাটি করে জুয়েল। এবং জুয়েল প্রকাশ্যে আমাকে চোর অপবাদ দেয়, এই কথা আমি জুয়েলদের বাড়ি জিজ্ঞাসা করতে গেছি, জে তুমি এই কথা পাইলা কই যে আমি মাছ চুরি করে মাছ বিক্রি করছি। এই কথা বলার সাথে সাথে আমার ঘাড় মটকাইয়া সিমেন্ট এর সিড়ির উপর ফালাইয়া লোহার রড ও গাছের ডাল দিয়ে এলোপাথারী পিটাতে থাকে, এর পর আমি অজ্ঞান হয়ে পরে থাকি। পরে মহিলারা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় আমি শীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নেই। পুলিশ প্রশাসনের নিকট আমি হামলাকারী জুয়েল ঢালীর কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন জানান, আমার কাছে বীর মুক্তিযোদ্ধা আবু আলেম বেপারী একটি অভিযোগ করেন, পুলিশ তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে। আমাদের পুলিশ হামলাকারীকে ধরতে কাজ করছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা শাহ্ আলমের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
এদিকে, হামলাকারী জুয়েল ঢালীর বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি, তার সাথে মুঠো ফোনে যোগাযোগ করতে চাইলে কেউ হামলাকারী জুয়েল ঢালীর নাম্বার দিতে রাজি হয়নি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply