মাহমুদুল হাসান, যশোর জেলা প্রতিনিধিঃ যশোর বেনাপোলে আপন সহদর ও বোন কর্তৃক পৈত্রিক সম্পত্তির শরিকানা অংশের দখল নিয়ে মিথ্যা ও হয়রানী মূলক মামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী ভাইয়েরা।
মঙ্গলবার(২৯ ডিসেম্বর) বিকালে বেনাপোল বাজারস্থ একতা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পারিবারিক ভাবে লিখিত বক্তব্য পাঠ করেন শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘীবা গ্রামের ইসহাক মোড়লের বড় পুত্র রফি উদ্দিন।
উপস্থিত সাংবাদিকদের তিনি লিখিত বক্তব্য পাঠ করে জানান, বিগত দশ বছর পূর্বে তার পিতা ৫ ভাই ও ৫ বোনকে সম্পত্তির অংশ হেবা দলিল করে লিখে দেন। অদ্যবধী পিতা-মাতাকে নিয়ে তাহারা ৪ ভাই পৈত্রিক ভিটায় শান্তিপূর্ন পরিবেশে বস বাস সহ চাষাবাদ করছেন। আপন সেজো ভাই মোলাম তার অংশের সম্পত্তি বিভিন্ন লোকের কাছে বিক্রয় করিয়া বেনাপোল এলাকায় বসবাস করছেন। কাউকে না জানিয়ে সাম্প্রতি সময়ে সে অন্যভাইদের দখলে থাকা জমির দাগ নং-উল্লেখ করিয়া শত্রুতা বসত অন্যত্র বিক্রয় করিয়া দেন। ক্রয় কারীর নিকট হতে বিষয়টি জানিয়া অন্য ভাইয়েরা মিলিত ভাবে মোলাম এর বিক্রির কারন জিজ্ঞাসায় মনমালিন্যের সৃষ্টি হয়। এরই জের ধরে মোলাম বোনদের ফুঁসলিয়ে আমাদের নামে নানা প্রকার ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের সহ প্রসাশনিক ভাবে হয়রানি করছে।
আমরা আপনাদের মাধ্যমে প্রসাশনের নিকট সু-বিচার দাবী করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসহাক মোড়লের ছোট পুত্র আজমত আলী, লালটু, সোহারাবের পুত্র মারুফ হোসেন, রফি উদ্দিন এর পুত্র সেলিম ও প্রতিবেশী আনিছুর রহমান। ভূক্তভোগীদের নামে বিজ্ঞ অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট আদালতে দায়েরকৃত মামলা কেবলই(নং- পি-১০৭৫,পি-১০৬৬) হয়রানী মূলক বলে দাবী জানিয়ে ভবিষ্যতেও ধুরুন্ধর মোলাম কর্তৃক নানা প্রকার ষড়যন্ত্রমূলক মামলার আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে বাদী শেফালী খাতুনের নিকট মুঠোফোনে জানতে চাইলে সাংবাদিক পরিচয়ে সংযোগ কেটে দেন তিনি।ভূক্তভোগীরা পৈত্রিক সম্পত্তি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সমাজের স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপ কামনা করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply