রাকিবুল হাসান শ্রীপুর গাজীপুর, “সেবাই ধর্ম” এই শ্লোগানকে ধারণ করে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের ১ম বর্ষপূর্তি এবং ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণিল আয়োজনে বর্ষপূর্তি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পহেলা জানুয়ারী শুক্রবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে ২০২১ সালের প্রথম মাসিক মিটিং এর মধ্যে দিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সারাদিন ব্যাপী জমকালো আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
দৈনিক বাস্তবচিত্রের সম্পাদক ও প্রকাশক জনাব হাবিবুর রহমান মানিকের সভাপতিত্বে ও মহিদুল আলম চঞ্চলের পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ তমিজ উদ্দিন আহমদ খোকা, সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক শীতলক্ষ্যা, এ্যাড. সাহাব উদ্দিন মোড়ল, বীরমুক্তিযোদ্ধা, জনাব ফজলুল হক মোড়ল, সাংবাদিক, চ্যানেল আই গাজীপুর, ইমরান মাসুদ মফস্বল ইনচার্জ আজকের বিজনেস বাংলাদেশ ।
অনুষ্ঠানে বিজ্ঞ প্রবীন সাংবাদিক সামছুল হুদা মোছাদ্দেক, দৈনিক খোলা কাগজের শ্রীপুর প্রতিনিধি সোলায়মান মোহাম্মদ, কবি ও সাহিত্যিক সাইদ চৌদরী, গণমুক্তির ষ্টাফ রির্পোটার আব্দুল্লাহ আল সুমন, দৈনিক বাংলার ডাক শ্রীপুর প্রতিনিধি সজিব খানসহ শ্রীপুর উপজেলা প্রেসক্লাব এর সকল সাংবাদিকবৃন্দের উপস্থিতে প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য তানভীর আহমেদ জানান শ্রীপুর উপজেলা প্রেসক্লাব ২০২০ সালে “জনতার পুলিশ”, “গুজব বিরোধী প্রচারণ”, ও ” করোনা ভাইরাস রোধে প্রচারনা” সহ বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালিত করে। এবং ভবির্ষতেও এধারা অব্যাহত থাকবে।
স্মরণীয় শ্রীপুর উপজেলা প্রেসক্লাব একঝাঁক তরুণ, পরিশ্রমি ও বিজ্ঞ সাংবাদিকদের নিয়ে মুক্তিযোদ্ধের চেতনায় জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন ও সহায়তার জন্য পহেলা জানুয়ারী ২০২০ ঐক্যবদ্ধ হন।এরপর “জনতার পুলিশ”, গুজব বিরোধী প্রচারণা, করোনাকালীন জনসচেতনা প্রচারসহ দেশ ও জাতির কল্যানে নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply