শার্শা প্রতিনিধি মোঃ শাহিন হোসেনঃ শিক্ষা, শান্তি, প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্থলবন্দর বেনাপোলে কেককাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভার মধ্য দিয়ে পালন করেন বেনাপোল পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল সোমবার বিকেলে বেনাপোল পৌর ছাত্রলীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় আওয়ামী দলীয় কার্যালয়ের সামনে থেকে। এরপর বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রা এগিয়ে চলে।
বঙ্গবন্ধু পল্টনের বিশাল জনসভার ভাষণে বলেছিলেন, বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস। তিনি বলেছিলেন, আমার ছাত্রলীগ মহান মুক্তিযুদ্ধে আমাদের আহ্বানে সাড়া দিয়ে অংশ নেয়। প্রায় ১৮ হাজার ছাত্রলীগ নেতাকর্মী মুক্তিযুদ্ধে জীবন দেয়। তাই ছাত্রলীগের সব নেতাকে হতে হবে আদর্শবান সংগঠক। কোনো দাঙ্গা-হাঙ্গামা করা যাবে না। পিতার বয়সী মানুষকে সম্মান করতে হবে। কোনো অন্যায়-অত্যাচার রাহাজানিতে জড়ানো যাবে না। ছাত্রলীগের ঐতিহ্য ধরে রাখতে সৎ ও নিষ্ঠাবান হয়ে কাজ করতে হবে।
বেনাপোল পৌর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে পৌর ছাত্রলীগের সভাপতি আছাদুজ্জামান তনির সভাপতিত্বে প্রধান অতিথি মেয়র আশরাফুল আলম লিটন বলেন, ১৯৭৫ সালের পরে বাংলাদেশ আওয়ামী লীগকে নিঃশেষের জন্যে ষড়যন্ত্র করে পাকিস্তানি প্রেতাত্মারা। বিএনপির জিয়াউর রহমানের ছড়ানো অস্ত্রের ঝনঝনানিতে ছাত্র রাজনীতি অপরাজনীতিতে পরিণত হয়। আমাদের পূর্বপুরুষরা অনেকেই এই রাজনীতির শিকার হন। অনেকে পঙ্গুত্ববরণ করেন। অনেককে জীবন দিতে হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের যেন কোন বদনাম না হয় সেইভাবে কাজ করতে হবে। আজ আমাদের লজ্জা লাগে শার্শার ছাত্রলীগ নেতারা ইয়াবা-ফেনসিডিল সেবনের জন্যে বহিষ্কার হন। তাই সকল ছাত্রলীগ নেতাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে ছাত্র রাজনীতি করতে হবে।
আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস ভুইয়া, সাবেক সহসভাপতি ও বেনাপোল প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও সাবেক নিজামপুর ইউপি চেয়ারম্যান আলীম রেজা বাপ্পী, বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক সুকুমার দেবনাথ, সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ফারুক হোসেন উজ্জল। সাবেক যশোর জেলা ছাত্রলীগের সদস্য কামরুজ্জামান তরু, শার্শা উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক দ্বিন ইসলাম, প্রচার সম্পাদক এনামুল হক মুকুল, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আশিকুজ্জামন এ্যানি, রোকনুজ্জামান পৌর ছাত্রলীগের সদস্য রাশেদুজ্জামান রয়েল প্রমুখ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply