May 19, 2024, 10:25 am

তথ্য ও সংবাদ শিরোনামঃ
শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে ব্যাপক বিক্ষোভ বাঙালির দাবি ভাষা শহীদ রেলস্টেশন। ১৯ মে আসামের বাংলা ভাষা শহিদ দিবস পালিত নিয়াজুর রহমান নিয়াজ একজন চতুর প্রতারক, চাকরির প্রলোভন দেখিয়ে নিরীহ লোকদের কাছথেকে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। টংগিবাড়ী বাজারের পাশে পুকুরের ঘাটলায় ময়লার ভাগার ঝুঁকিতে পরিবেশ। শুধু ভারত,বাংলাদেশ নয় শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও কবিগুরুর লিখা। সরকার ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে আর রাতের আধাঁরে বিমান অবতরণ করার সুযোগ দিবে এটা মানা যায় না- আলাল ঋতম্ভরা বন্দোপাধ্যায় একজন মাল্টি ট্যালেন্টেড কলকাতার মেয়ে! বেনাপোল দিয়ে ৩ দিন ভারতে ভ্রমণ ভিসায় প্রবেশ বন্ধ। ভালুকায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত ১ শতাংশ ভোটার এলেও নির্বাচন গ্রহণযোগ্য, ইসি আহসান হাবিব। মেদ কমাতে পাতিলেবুর উপকারিতা। আমি হাওয়া ভবনের মতো কোনো ‘খাওয়া ভবন’ করিনি, যা ব্যবসার জন্য অসুবিধা তৈরি করবে। মুন্সিগঞ্জের টংগিবাড়ী তে পুকুর থেকে মিললো কষ্টি পাথরের মূর্তি ভালুকায় কারখানা শ্রমিকের রহস্যজনক মৃত্যু বিমানের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দু দুদক। জাতীয় প্রেসক্লাবের সামনে অধিকার আদায় মঞ্চের আত্মপ্রকাশ ও ফারাক্কা লংমার্চ পালিত। কেশবপুর থানার ওসি ও উপজেলা চেয়ারম্যান সহ তিন জনের নামে চাঁদাবাজির মামলা। বাঙালি যাদের মনে রাখেনি, ঐতিহাসিক মহেঞ্জোদারোর আবিষ্কার কর্তা রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস ৩০মে অনলাইনে আলোচিত তনির ভয়ংকর প্রতারণা, সানভীস বাই তনি’র শোরুম সিলগালা। ভালুকায় নবনির্মিত ৩টি রাস্তার উদ্ধোধন ফেসবুক রিলস থেকে আয় করবেন যেভাবে। যশোরের শার্শায় চাচাকে হত্যার দায়ে ১১ বছর পর ভাতিজার মৃত্যুদণ্ড। ভালুকায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ চোখ বলে দিবে শরীরে আছে কতশত রোগ, জানা যাবে স্বাস্থ্যের অবস্থা! আগামী বাজেটে জলবায়ুর উপর প্রাধান্য দেওয়া জরুরি – আতিউর রহমান বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীসুবিধা ফিঃ অনলাইনে পরিশোধ করতে হবে। দেশ সেরা যশোর শিক্ষা বোর্ড এস এস সিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকীতে কবি বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত। ভালুকায় আসাদুল হিমেল ও নাসিমার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন।

যশোরে শ্রী মা সারদা দেবীর ১৬৮তম জন্মতিথি উৎসব উদযাপিত ধর্মীয় আচারানুষ্ঠান।

যশোরে শ্রী মা সারদা দেবীর ১৬৮তম জন্মতিথি উৎসব উদযাপিত ধর্মীয় আচারানুষ্ঠান।

আনোয়ার হোসেন।নিজস্ব প্রতিনিধিঃ যশোরে শ্রীমা সারদা দেবীর ১৬৮তম জন্মতিথি উৎসব উদযাপিত হয়েছে। ধর্মীয় নানা আচারানুষ্ঠান ও আলোচনসভার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার সকালে যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন মন্দির প্রাঙ্গণে এ উৎসব হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মঙ্গলারতি, বৈদিক স্তোত্রপাঠ ও প্রার্থনা, বিশেষ পূজা, হোম, যজ্ঞ, পুষ্পাঞ্জলি, ভজন সংগীত, ধর্মগ্রন্থপাঠ, ‘শ্রীমা সারদাদেবীর জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনাসভা, ভক্তিমূলক সংগীত এবং অন্ন প্রসাদ বিতরণ।

ভোরবেলা মঙ্গলারতির মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। এরপর বৈদিক স্তোত্রপাঠ ও প্রার্থনা করেন আশ্রমবাসীরা। সকাল আটটায় শুরু হওয়া বিশেষ পূজা সম্পন্নের পর আলোচনাসভার শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশেন করেন যশোর সারদা সংঘের সদস্যবৃন্দ।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ। প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মনিকা মোহন্ত। বিশেষ অতিথি ছিলেন যশোর আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক সম্পূর্ণা সেন ও যশোর মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কণিকা দত্ত। আলোচক ছিলেন যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর। স্বাগত বক্তব্য দেন যশোর সরদা সংঘের সদস্য শম্পা সাহা। শুভেচ্ছা বক্তব্য দেন যশোর রামকৃষ্ণ আশ্রমের সাবেক সভাপতি গোবিন্দ লাল সাহা। সঞ্চালনা করেন যুক্তা দাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীরামকৃষ্ণের মতে ‘মাতৃভাব সবচেয়ে শুদ্ধভাব।’ শ্রীমা সারদাদেবী সেই মাতৃভাবের প্রতিমূর্তি। যিনি অনুকরণীয় শান্তিময় আদর্শ ব্যক্তিত্ব। তিনি সবসময় মানুষের মঙ্গল কামনায় কাজ করেছেন। যার আদর্শ আমাদের জীবনকে প্রভাবিত করে।
আলোচকবৃন্দ বলেন, শ্রী মা সারদা দেবীর মতে  অপরের দোষ নয়, দোষ দেখবে নিজের’। মায়ের এ মত মেনে চললেই নিজ স্বভাবের মূল্যায়ন ও পরিমার্জনাই আত্মগত সংকট থেকে আমারা নিস্তার পেতে পারি। মা সারদা তাঁর ঐশীবোধ, প্রজ্ঞা ও বিবেচনা বোধ, অপার জ্ঞান ও নিগুঢ় ভালবাসা ছড়িয়ে দিয়ে যে পথে মানব কুলকে এগিয়ে দিতে চেয়েছিলন আজও তা অনুসরণ ছাড়া আমাদের মুক্তি নেই। তাই তার জন্মতিথিতে ভালোবাসা আর ভক্তির মাধ্যমে আমরা শ্রী মা সরদাদেবীর আশীর্বাদ কামনা করি।

জন্মতিথি উৎসব এ অনুষ্ঠানে আলোচনা শেষে ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন পাপিয়া ঘোষ, দীপান্বিতা সাহা, মৌ বসু, চন্দনা সিংহ ও শম্পা সাহা। উৎকর্ষ যশোরের পরিচালনায় এ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দুপুরে ভক্তদের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করা হয়।

শ্রীমা সারদাদেবী ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্মী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী।

জয়রামবাটী গ্রামে সারদা দেবীর জন্ম। তাঁর বিবাহপূর্ব নাম ছিল সারদামণি মুখোপাধ্যায়। মাত্র পাঁচ বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সাথে তাঁর বিয়ে হয়। তাঁর জীবনীকারদের মতে, গার্হস্থ ও সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন করার জন্য তাঁরা উভয়ে অবিচ্ছিন্ন ব্রহ্মচর্যের অনুশীলন করে জীবনযাপন করতেন। শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর অবশিষ্ট জীবন সারদাদেবী অতিবাহিত করেন জয়রামবাটি ও কলকাতার উদ্বোধন ভবনে। তাঁর সমগ্র জীবন ছিল স্বামী, ভ্রাতা ও ভ্রাতৃ-পরিবারবর্গ এবং তাঁর আধ্যাত্মিক সন্তানদের প্রতি সেবা ও আত্মত্যাগে উৎসর্গিত। শ্রীরামকৃষ্ণের শিষ্যগণ তাঁকে আপন জননীর আসনে বসাতেন। গুরুর প্রয়াণের পর উপদেশ ও উৎসাহলাভের আশায় ছুটে আসতেন তাঁর কাছে। সামান্য গ্রাম্য নারীর জীবন অতিবাহিত করলেও তিনি তাঁর জীবৎকালে এবং পরবর্তীকালে ভক্তদের নিকট মহাশক্তির অবতার রূপে পূজিত হতেন

জন্মতিথি উৎসব এ অনুষ্ঠানে আলোচনা শেষে ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন পাপিয়া ঘোষ, দীপান্বিতা সাহা, মৌ বসু, চন্দনা সিংহ ও শম্পা সাহা। উৎকর্ষ যশোরের পরিচালনায় এ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দুপুরে ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়

উল্লেখ্য, ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর (বাংলা ১২৬০ সনের ৮ পৌষ, হিন্দু পঞ্জিকা অনুসারে, অগ্রহায়ণ কৃষ্ণা সপ্তমী তিথি) পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রামবাটীর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম হয়। তাঁর বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামাসুন্দরী দেবী অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। সারদা দেবীর পিতৃকূল মুখোপাধ্যায়-বংশ পুরুষানুক্রমে রামের উপাসক ছিলেন। 

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com