এম সোহাইল চৌধুরী কক্সবাজার জেলা প্রতিনিধিঃ ১১৫০০ (এগার হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার ও তাদের নামে কক্সবাজার মডেল থানায় পৃথক ০২টি মামলা দায়ের করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক জনাব সোমেন মন্ডলের নেতৃত্বে একটি বিশেষ টিম ১১/০১/২০২১ইং তারিখ বিকাল আনুমানিক সাড়ে চার ঘটিকায় কক্সবাজার সদর মডেল থানাধীন কলাতলী বীচ এলাকায় অভিযান পরিচালনা করে বীচ সংলগ্ন আদিব স্টোরের সামনে হতে নুরুল আমিন প্রকাশ সৈয়দ করিম (২২), পিতা- চাঁদ মিয়া, সাং- গুচ্ছগ্রাম, ০২ নং ওয়ার্ড, সাবরাং ইউনিয়ন, থানা- টেকনাফ; বর্তমান সাং- জাদিমুড়া, ০৯ নং ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন, থানা – টেকনাফ ও আমিনুল ইসলাম (২৬), পিতা- মৃত সিরাজুল ইসলাম, সাং- পূর্ব গোদারবিল, ০৬ নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন, থানা – টেকনাফ নামীয় দুইজন মাদক ব্যবসায়ীকে মোট ১০০০০ ( দশহাজার) পিস ইয়াবাসহ আটক করে।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা দীর্ঘদিন যাবত ধরে পরস্পরের সহযোগিতায় ইয়াবা ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব জীবন বড়ুয়া বাদী আটককৃত ব্যক্তি নুরুল আমিন (২২) ও আমিনুল ইসলাম (২৬) উভয়কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬(১) সারণীর ১০(গ) ও ৪১ ধারায় কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এছাড়া একইদিন অপর এক অভিযানে কক্সবাজার পৌরসভাধীন সমিতি পাড়া হতে মোঃ তাহের (৩০), পিতা- মোঃ ছলিম উল্লাহ, সাং- সমিতিপাড়া, ০১ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার নামীয় একজন মাদক কারবারীকে ১৫০০ ( এক হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ আটক করা হয়। উক্ত ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক জনাব মোঃ তায়রীফুল ইসলাম বাদী হয়ে মোঃ তাহের (৩০) কে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এবং কারা ভোগী প্রতিটি আসামীকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে মহামান্য আদালতের কাছে অনুরোধ করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply