নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পাইভেটকারে গাঁজা পরিবহনের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) কুমিল্লার সদর উপজেলার চাঁনপুর ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে প্রাইভেটকারে গাঁজা পরিবহনের সময় ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময়ে প্রাইভেটকার তল্লাশী করে ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লার সরদ উপজেলার কালিকাপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ আরমান (৩২)।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
তার বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply