রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় মেন সড়কের পাশে সরকারি খালে ড্রেজারের পাইপ বসিয়ে দখল করে নিয়েছিল ড্রেজার মালিকরা। পরবর্তীতে নাম প্রকাশে অনিচ্ছুক ছদ্দবেশী একজন ৩৩৩ কলে অভিযোগ করেন। ৩৩৩ কলে অভিযোগ পেয়ে তৎপর ঘটনাস্থলে এসে অভিযান পরিচালনা করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসাইন ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন।
গতকাল ১৮ জানুয়ারি রোজ সোমবার ৩৩৩ নাম্বারে কল এ অভিযোগ পেয়ে তৎপর ঘটনাস্থলে ছুটে আসেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসাইন ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন – এর হস্তক্ষেপে মেন সড়কের পাশে সরকারি খালে ড্রেজারে পাইপ বসানোর কারণে পাইপ টি ধ্বংস করা হয়।
গোসারহাট উপজেলা নির্বাহি অফিসার আলমগীর হোসেন বলেন, যদি কোথাও সরকারি খাল বা সরকারি জমি কেউ দখল করার পাঁয়তারা করে বা দখল করার চেষ্টা করে তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানান অথবা আপনার পরিচয় গোপন রেখে ৩৩৩ নাম্বারে ফোন করে তথ্য দিন প্রশাসন তাৎক্ষণিকভাবে অপচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply