আনোয়ার হোসেনঃ গত কাল শুক্রবার সকাল ১২ ঘটিকায় যশোরের হামিদপুর হতে ১,৯০,০০০/- (এক লক্ষ নব্বই হাজার) ইউএস ডলারসহ ৪ জন আসামীকে আটক করেছে বিজিবি।
আটককৃত আসামীরা হলেন, গাতিপাড়া গ্রামের মোঃ সলেমানের ছেলে মোঃ মিঠু মন্ডল (২৭) বেনাপোল ছোট আচড়া গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৩); ললিতাদাহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ সোহেল রানা (৪০); নওদাগ্রামের মোঃ তোরাব আলীর ছেলে রাকিবুল হাসান সাগর (২০)।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা, বিজিবিএম, পিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিপুল পরিমান ইউএস ডলার পাচারের লক্ষে ৪ জন পচারকারী বেনাপোল হতে একটি লোকাল বাসযোগে যশোর হামিদপুর হতে ৫০০ গজ পূর্ব দিকে নেমে যশোর হতে ঢাকাগামী বাসে যাওয়ার জন্য অপেক্ষা করছে। প্রাপ্ত খবরের ভিত্তিতে অধিনায়ক, যশোর ব্যাটালিয়নের এর নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশন পরিচালনা করা হয়।
পাচারকারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পলায়ন কালে বিজিবি সদস্য দল তাদেরকে গ্রেফতার করে। উক্ত চোরা কারবরীর কোমরে বিশেষ কায়দায়। লুকায়িত অবস্থায় ১৯ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে মোট ১,৯০,০০০ ইউএস ডলার আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১,৬০,৭২,০০০/-(এক কোটি ষাট লক্ষ বাহাত্তর হাজার) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককারীরা স্বীকার করেছে যে, তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply