টাঙ্গাইল প্রতিনিধিঃ (দুসস নিউজ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে ১৯০ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার শাহজানী যুবসমাজ শাহজানী এম এ করিম উচ্চ বিদ্যালয় মাঠে (মুক্তিযুদ্ধকালীন প্রশিক্ষণ ক্যাম্প) এ সবংর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও স্মৃতিকথা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. ইনসাফ আলী ওসমানী। ভারড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম স্বপন।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, ডেপুটি কমান্ডার এম এ মতিন ছামী প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে সাড়া দিয়ে এদেশের মুক্তিকামী জনতা হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। মুক্তিযোদ্ধারা গড়ে তুলেন প্রবল প্রতিরোধ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।
তারা আরও বলেন, বর্তমান ও পরবতী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় আত্মপ্রত্যয়ী ও দেশপ্রেমিক নাগরিকে পরিণত করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।
অনুষ্ঠানে নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের ১৯০ জন বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply