তারিখটা ছিল ১২/০১/২০২১ ইং, দুই ভাই এক সাথে মাছ ধরতে গিয়েছিল। বড় ভাই একটা মাছ ধরেছে আর ছোট আনন্দে আত্নহারা হয়ে মাছটি নিয়ে ভোঁ দৌড় বাড়ির পানে মাকে দেখানোর জন্য। কিন্তু প্রিয় মায়ের সাথে আর আনন্দ ভাগাভাগি করা হয়নি। অবশেষে ১০ দিন পর মিলল সোনার ময়নার নিথর দেহ। তবুও বিশ্বাস হয়না মায়ের এটা কি তারই ছেলে?? সেই কবিরাজদের প্রতিনিধিদেরও প্রশ্ন ভালো করে দেখো তোমাদের কলিজার টুকরা কিনা?? মা, মা ঠিক বুঝে ফেলে তার বুকের ধন আর নেই। কিন্তু কোন উত্তর খুঁজে পাচ্ছিলনা। তারা তো নিরীহ, তাদের কোন শত্রু নেই। ২২/০১/২০২১ ইং সকাল ১০:০০ টায় ওসি মেঘনার ফোন স্যার একটা বস্তাবন্দী লাশ পাওয়া গেছে নদীতে। ঘটনাস্হলে গিয়ে বুকটা কেঁপে উঠল এটাও কি সম্ভব?? ছোট ০৪/০৫ বছরের একটা মাসুম বাচ্চার কি অপরাধ ছিল?? বড় ভাই ০৮/১০ বছর বয়স হবে তার একটাই চাওয়া স্যার খুনিকে আমার সামনে এনে দেন। স্যার আপনার কাছে একটাই চাওয়া আমার ভাইয়ের সুষ্ঠু বিচার করবেন। শুধু বললাম চেষ্টা করব, ইনশাআল্লাহ। এরইমধ্যে অনেকেই ফেসবুক গরম করে চৌদ্দগোষ্ঠী উদ্ধারে লিপ্ত হলেন। আবার শুরু হলো গ্রাম্য রাজনীতি কাকে কাকে ফাঁসানো যায়। কিন্তু ভিকটিমের পরিবারের কারো প্রতি সন্দেহ নেই। মামলা নামবিহীন। মাননীয় পুলিশ সুপার কুমিল্লা জনাব ফারুক আহমেদ পিপিএম ( বার) স্যারের দিক নির্দেশনায় গত শুক্রবার হতে নিরলস পরিশ্রমের ফসল হিসেবে মামলা রহস্য উদঘাটন করে টিম মেঘনাকে নিয়ে আসামীকে গ্রেফতার করলাম মুন্সিগন্জের গজারিয়া থানাধীন রসুলপুর এলাকা হতে। আসামী স্যার কেন ধরলেন??? বললাম এতো লোক থাকতে তোকে কেন ধরলাম তুই বল। তোকে তো কোনদিন দেখিনি, তোর সাথে কখনো কথাও হয়নি এমনকি তোর নামটাও কেউ বলেনি।সরল উক্তি স্যার জীবনে এই একটাই পাপ করেছি। স্যার গ্রামে গিয়ে জিজ্ঞাসা করবেন আমি কেমন?? স্যার আমি খুন করিনি, এটা একটা দূর্ঘটনা। স্যার সেদিন আমি বরশি তৈরী করছিলাম মাছ ধরার জন্য আমাদের বাড়ির সাথে গ্যারেজের সামনে বসে। আনুমানিক ১১-১১:৩০ ওরা দুজন মেহেদী আর রিফান আমার সামনেই ছিল তখন। আমরা একসাথে গ্রামের দোকান থেকে খাবার এনে খেয়েছি। ওরা খুব দুষ্টুমি করছিল। ওদেরকে যেতে বললে মেহেদি চলে যায়। কিন্তু রিফান না গিয়ে দুষ্টুমি করলে যে ইট নিচে রেখে মাছ ধরার ছিপ তৈরী করছিলাম তা ছুড়ে মারি। ইটটি তার মুখে লাগলে সে পড়ে যায়। কোন সাড়া শব্দ না পেয়ে তাকে গ্যারেজে ঢুকিয়ে বাড়ি থেকে পানি এনে মুখে ছিটিয়ে দেখি নড়াচড়া করছে না। ভেবে পাচ্ছিলাম না কি করব। প্রায় আধাঘন্টা অপেক্ষার পর প্রথমে প্লাস্টিকের বস্তা এরপর চটের বস্তায় ঢুকিয়ে গ্যারেজের পিছনে লাকড়ির নিচে লুকিয়ে রাখি। ০৮/০৯ দিন পর যখন একটু গন্ধ বের হতে শুরু করলে একটা কার ভাড়া করে বুধবার রাত ০২ টায় ওমরাকান্দা ব্রিজের উপর থেকে ফেলে দিয়ে চট্টগ্রামে চলে যাই। ও আমার চাচাতো ভাই ওকে আমি মারতে চাইনি। ঘটনার পর থেকে স্যার ঘুমাতে পারিনা, খাইতে পারিনা, কি করব বুঝতে পারিনি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply