নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটিকর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির বিরুদ্ধে ড্রেন ও রাস্তা তৈরীর নামে ভূমি দখলের অভিযোগ উঠে এসেছে।
সরেজমিনে বিস্তারিত জানাযায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ৬ নং ওয়ার্ড এলাকায়, গোদনাইল পদ্মা ডিপো সংলগ্ন ব্যক্তি মালিকানা এবং খাজনা খারিজকরা সৈয়দ আহাম্মদ সুস্তারী সম্পত্তির উপরে সিটিকর্পোরেশনের ড্রেন এবং রাস্তা তৈরির নামে জমি দখলের অপতৎপরতার তথ্য উঠেআসে।
আমাদের প্রতিনিধি স্থানী জনতার কাছথেকে জানতে পারেন ড্রেন ও রাস্তাটি স্থানীয় ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি করাচ্ছেন।
বিষয়টি নিয়ে গতকাল ২৭ জানুয়ারি আমাদের প্রতিনিধি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে কথা বলে জানতে পারেন। তিনি কারো জায়গার উপরদিয়ে রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য বলেননি।
মেয়র মহোদয় সঙ্গে সঙ্গে বিষয়টি দেখার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা ও সার্ভেয়ারসহ ঠিকাদারের সঙ্গে কথা বলে কাজ বন্ধ করার নির্দেশ দেন।
আজ ২৮ জানুয়ারি উল্লেখিত ভূমিতে গিয়ে দেখা যায় ড্রেন ও রাস্তা নির্মাণ শ্রমিকদের কাজ যথারীতি অব্যহত রয়েছে। পরবর্তীতে নাসিক প্রতিনিধি সার্ভেয়ার তারেক ও ভূমি মালিক উক্ত ভূমিতে গিয়ে কাজটি বন্ধ করে দেন।
বিষয়টি নিয়ে স্থানীয় নাসিক ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির সঙ্গে কথা বলার জন্য তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। অতঃপর মুঠো ফোনে তার সঙ্গে কথা বললে তিনি জানান আমরা ছোটবেলা থেকে এই জায়গাটিতে রাস্তা দেখেছি। কিন্তু অন্যের জায়গায় অনুমতি না নিয়ে ড্রেন ও রাস্তা নির্মাণ কতটা আইন সঙ্গত এমন প্রশ্নের কোনো সদুত্তর কাউন্সিলর মতিউর রহমান মতি দিতে ব্যর্থ হন। তিনি আগামী রবিবার এ বিষয়ে সাক্ষাতে কথা বলবেন বলে জানান।
উল্লেখ্য যে, উক্ত ভূমির উপরে মাননীয় আদালতে দে:মো: ২৭১/২০১২ তায়েদাদ ২,০০,০০,০০০.০০ (দুই কোটি) টাকার মামলার প্রেক্ষিতে নিন্মউল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি স্থগিত আদেশ ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে।
১. সহ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) বি.আই.ডাব্লিউ.টি.সি. খানপুর, নারায়ণগঞ্জ ২. চেয়ারম্যান, বি.আই.ডাব্লিউ.টি.সি. প্রধান কার্যালয়, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ৩. বাংলাদেশ সরকারের পক্ষে, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ ৪. সচিব, পূর্ত ও নগরায়ন মন্ত্রণালয়, ঢাকা, বাংলাদেশ ৫. সহকারী কমিশনার ভূমি, নারায়ণগঞ্জ ৬. মহা ব্যবস্থাপক, ঢাকেশ্বরী কটন মিলস, গোদনাইল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৭. কফিল উদ্দিন ৮. হেলাল উদ্দিন, পিং মৃত মামুদ আলী গং ৯. শের আলী, পিং মৃত হাসান আলী গং ১০. রবিউল্লাহ ১১. ইদ্রিস আলী, পিং মৃত রমজান আলী গং ১২. আবুল বাসার, পিং মৃত এবাদ উল্লাহ গং ১৩. সফর আলী ভুইয়া, পিং মৃত আইন উদ্দিন ভুইয়া গং ১৪. আব্দুল লতিফ ১৫.আব্দুল সাত্তার পিং মৃত আব্দুল আজিজ গং ১৬. সামছুদ্দিন ১৭. মোঃ হেলাল ১৮. মোঃ ইলিয়াছ পিং মৃত সাইজদ্দিন গং ১৯. উম্মে কুলছুম, পিং মৃত সাইজদ্দিন গং ২০. ফাতেমা, স্বামী মৃত আঃ মতিন মাস্টার গং ২১. রোকেয়া, স্বামী আঃ রব গং। সকলেই গোদনাইল সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ এর বাসিন্দা। উল্লেখিত এ সকল ভূমি দস্যুদের সঙ্গে স্থানীয় ভূমি বাণিজ্যের দালাল জাহাঙ্গীর পিং মৃত মহিউদ্দিন মেম্বার এর নামটিও উঠে আসে।
উল্লেখিত ব্যক্তি প্রতিষ্ঠান উক্ত সম্পত্তির উপরে অবৈধ স্থাপনা ও দালান কোঠা নির্মাণ করে জবরদখল করে আসছে। তাহাদের যোগসাজসে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাননীয় আদালতের স্থগিত আদেশ ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্যেও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিটি কর্পোরেশনের নাম করে উক্ত ভূমির উপরে বিভিন্য স্থাপনা ও নির্মাণ কার্য করে যাচ্ছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply